Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Īśvara Viśvambhara dāsa (Mayapur - India)

শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গ জয়তুঃ

নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌরকথা দামোধায় নগর গ্রাম তারিণে ।।

শ্রীল প্রভুপাদের জয় হোক, সকল গৌর ভক্তবৃন্দের জয় হোক।

হে আমার পরম দয়াল গুরুদেব, দয়া করে আমার স্বশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। আমি অত্যন্ত অধপতিত হওয়া সত্যেও আপনার কৃপা বারি থেকে আমাকে বঞ্জিত করেননি। সেই জন্য আমি অনন্ত কাল কৃতজ্ঞ আপনা কাছে।

আমাদের পরম আরাধ্য পরম গুরুদেব শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অত্যন্ত করুনার পরবশ হয়ে আপনাকে পাঠিয়েছেন আমাদের মাঝে, আমার মতো বিশেষ ভাবে অধপতিত জীবদের উদ্ধার করার জন্য। আপনার করুনার ছায়াতে আমাকে আশ্রয় দিয়ে সেটি আপনি প্রমান করেছেন।

হে করুনার মূর্তবিগ্রহ গুরুদেব আপনি হচ্ছেন শ্রীল প্রভুপাদমনোহভীষ্টং । তাই আপনি শ্রীল প্রভুপাদের বিশেষ কৃপা ধন্য। প্রভুপাদের এবং পূর্বতন আচার্য্য দের অভিলাস পূর্ন করার জন্যই আপনি এই ধরাধামে অবতরন করেছেন।

হে গুরুদেব কেবল মাত্র আপনার ইচ্ছা শক্তি মাধ্যমেই আজ গৌড় মণ্ডল ভূমির উন্নতি সাধন হইতেছে। সকল বৈষ্ণব আচার্য্যদের শ্রীপাঠ উদ্ধার সংস্কার এবং পরিক্রমার সুব্যাবস্থার কার্য অব্যহত রয়েছে। যাতে করে ভবিষ্যতে জগৎ জীবেরা ভগবানের অপ্রাকৃত নাম এবং এই সকল ধামকে আশ্রয় করে এই দুঃখ দুদর্শাময় জগৎ থেকে উদ্ধার পেতে পারে। আপনার দয়ার ফলে আজ সারা বিশ্বের লক্ষ লক্ষ জীবাত্মা শ্রীমান মহাপ্রভুর শ্রীচরনে অতি সহজেই আশ্রয় পেয়েছে। সকলকে গৌরাঙ্গ! গৌরাঙ্গ!! গৌরাঙ্গ!!! এই নাম উচ্চারণ করানের মাধ্যমে এক দিব্য স্বাদ ও আনন্দ প্রদান করাচ্ছেন আপনি। নিরন্তর গৌরলীলা শ্রবণ-কীর্তন, হরনাম সংকীর্তন এ যেন আপনার নিত্য ব্যবসা।

আপনার এই অপ্রাকৃত লীলা আমার মতো মূড় ব্যক্তি কিভাবে হৃদয়ঙ্গম করতে পারে। ভগবান যখন ধরা ধামে ছিলেন তখন নাস্তিক, দুষ্কৃতকারী, মূঢ়, নরাধমেরা  তাকে ভগবান বলে চিনতে পারেননি। এটি তাদের দূরভাগ্য, তেমনি আমারও দূরভাগ্য এই যে, আপনার সঙ্গ করার ফলেও আপনার মহিমা আমি হৃদঙ্গম করতে পারতেছি না। যদিও আমি জানি যে আপনি হচ্ছেন মহাপ্রভুর নিজ জন “গৌর-ধন-জন” (শ্রীল প্রভুপাদ বলেছিলেন) আপনার সেবা করার সুযোগ পেয়েও তার সদব্যবহার করতে পারছি না। জানি না কবে সেই সৌভাগ্য হবে যে, আপনার শ্রীচরণ কমলের মহিমা আমার হৃদয়ে প্রকাশিত হবে। সেই শক্তিবলে ভক্তিসহকারে ঐকান্তিকভাবে আপনার সেবায় আমি যুক্ত হতে পারব। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাঁর প্রেমভক্তি চন্দ্রিকায় লিখেছেন আমার বর্তমান অবস্থার কথা-

যাবৎ জনম মোর,              অপরাধে হইনু ভোর
নিষ্কপটে না ভজিনু তোমা।
তথাপি তুমি গতি,              না ছাড়িহ প্রাণপতি,
মোর সম নাহিক অধমা।।

কামে মোর হতিচিত,          নাহি জানে নিজ হিত,
মনের না ঘুচে দুর্বাসনা।

আপনার অহৈতুকী করুণার ফলেই এই বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি।

আপনি আমাকে আর্শিবাদ করবেন যাতে আমি সকল বৈষ্ণবদের যথাযথ সম্মান করতে পারি, যাতে করে সকল প্রকার অপরাধ থেকে মূক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত দিব্য নাম আনন্দে জপ করতে পারি।

বর্তমানে আমি জে.পি.এস আরকাইভস এ আপনার বানী সেবায় রত আছি, শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করছি (৩য় স্কন্ধ চলছে), ২০২২ সালের TOVP উদ্ভোদনের আগেই আমি সম্পূর্ণ ভাগবতম পড়ে শেষ করতে চাই।

যস্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ।
তসৈতে কথিতা হ্যর্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ।।

“যাঁরা পরমেশ্বর ভগবান এবং শ্রীগুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ তাঁদের কাছে বৈদিক জ্ঞানের নিগূঢ় অর্থ আপনা থেকেই প্রকাশিত হয়।” [শ্বেতাশ্বতর উপনিষদ্‌-৬/২৩]

তাই আজকের এই শুভদিনে আবারও আপনার করুনা ভিক্ষা করছি যাতে করে আমি শ্রীমদ্ভাগবত এর শিক্ষা হৃদয়ঙ্গম করতে পারি সেই অনুযায়ী আমার চরিত্র গঠন করতে পারি।

ঈশ্বর বিশ্বম্ভর দাস (দীক্ষা),
শ্রীধাম মায়াপুর, নদীয়া, ভারত।