Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Karuṇavatī Kamalā devī dāsī (Kolkata - India)

শ্রী চরণেশু গুরুমহারাজ,

এই অভাগীর প্রনাম নিও। আমি তোমার অধম সন্তান। তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ নাম করার যোগ্যতা দান করো। জন্মে জন্মে যেন তোমাকেই আমার গুরুমহারাজ পাই। তুমি নিজের জন্য না ভেবে সারাক্ষন যোগ্য বা আযোগ্য সন্তানদের কথা ভাবছ। তাদেরকে স্বয়ং সম্পূর্ণ ভক্ত হিসাবে গড়ে তোলার জন্য প্রয়াস করছ। তুমি কৃষ্ণকে অনুরোধ করে গোলোকে না গিয়ে আমাদের কাছে ফিরে এলে। বৈদিক তারামণ্ডল নির্মাণ, শ্রী নবদ্বীপ মণ্ডল এর বিকাশ, প্রভৃতি সেভা সম্পন্ন করার পাশাপাশি শিশু শুলভ শিষ্য দের মজবুত করার জন্য তোমার এই বলিদান। তুমি শ্রীল প্রভুপাদের মহান শিষ্য । আমি কিভাবে একজন যোগ্য শিষ্যা হতে পারব জানি না।

গত ১লা মার্চ আমি তোমার কাছে গিয়েছিলাম। দীর্ঘদিন পর পিতাকে দেখে মেয়ের খুব ভাল লেগেছিল। মেয়ের বাবার বাড়ি গিয়ে বাবাকে সুস্থ দেখলে খুব ভাল লাগে। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। তোমাকে ছাড়া আআর কাকে বলব? আমার মনের দুঃখ তুমি তো আমার মনের মণিকোঠায় থেকে সব জান।

তাই ঠাকুর ভক্তিবিনোদের সেই কথা এখন আমার স্থিতি— “কবে হবে বল সে দিন আমার,অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, ক্রিপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তৃনাধিক হিন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুন হৃদয়েতে আনি, সকলে মানদ আপনি অমানী, হয়ে আস্বাদিব নাম রস সার।“

গুরু মহারাজ, তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমি তোমার দেওয়া নামগুন হৃদয়ে সঞ্চার করতে পারি।

তোমার অধম সন্তান,

করুনাবতি কমলা দেবি দাসী

ঠাকুরনগর নামহট্ট