৭০তম শ্রী ব্যাস-পুজা ১৬/০৪/২০১৯
পরম দয়াল শ্রী-গুরু চরণে
সহস্ত্র প্রণতি মোর ।
যাহার সীমা বিহিন করুণা
বহিয়াছে অঝোর ।। ১
প্রতিক্ষণে যে করয়ে প্রচার
শ্রী-কৃষ্ণ চৈতন্য নাম ।
যাঁহা তাঁহা যায় সদা বাখানয়
গৌরাঙ্গের গুণ ধাম ।।২
সুবর্ণ সুযোগ দিতে সবাকারে
সকল বিপদ সম্ভারে ।
নিয়তির সনে দন্দ করিয়া
আপনাকে সম্হারে ।।৩
পতিত জীবের নিস্তার লাগিয়া
কত যে পরিকল্পনা ।
প্রভুপাদ বচন করিতে পুরণ
না শুনে কোন মন্ত্রণা ।।৪
স্বপন আবেশে গোলোকে যাইয়া
গুরুভ্রাতা সনে মিলি ।
তাহারা কহিলো রহো মো সনেতে
করিলা আনেক খানি ।।৫
তাদের বচন শুনিয়া আপনি
নিজ মন কথা কয় ।
প্রভুপাদ আজ্ঞা পূরণ করিতে
আর ক্ষণেক সময় ।।৬
সপ্তদশ পূর্ণ করি, দ্বিতিয় প্রকট করি,
দ্বিত্ব সুযোগ দিয়াছে সবারে।
এ হেন করুণাময়, অপ্রাকৃত প্রেমময়
না পাইবো জগত মাঝারে ।।৭
এই পুন্য দিবসে, তব শ্রী-যুগল পদে
প্রার্থনা মোর করহ স্বীকারে ।
সুবলে হইয়া সদয়, ওহে দিন দয়াময়
উদ্ধারহ সহ পরিবারে ।।৮
সুবল কানাই দাস ও পরিবার
পার্থ, অস্ট্রেলিয়া