Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Śyāma-sakha Madhumaṅgala dāsa (Dhaka - Swamibag - Bangladesh)

আমি শ্রীল জয়পতাকা স্বামী আচার্যপাদের চরণকমলে আমার দণ্ডবৎ প্রণাম নিবেদন করি,যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এবং পূর্ববতী আচার্যের আকাঙ্খা,নির্দেশ এবং চরণকমলে সেবায় নিজকে সম্পর্ণ রূপে উৎসর্গ করেছেন। তিনি মুক্ত হস্তে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর কৃপা বর্ষণ করেছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ধাম, উপদেশ ও দিব্যলীলায় মহিমা বিতরণ করেছেন। তিনি সমস্ত গ্রামবাসী এবং নগরবাসীদের মধ্যে কৃষ্ণভাবনামৃত প্রচার করে তাদেরকে জড় বন্ধন থেকে মুক্ত  করেছেন।

হে পরমারাধ্য করুণাসিন্ধু গুরুদেব,

আপনার  শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্য  আপনার শ্রীচরণ যুগলে অনন্তকোটি কোটি ভূলণ্ঠিত প্রণাম নিবেদন করি। অজ্ঞানের অন্ধকারে আমার জন্ম হয়েছিল  কিন্তু আপনি আমায় জ্ঞানের অজ্ঞন পরিয়ে সেই অন্ধকার থেকে উদ্ধার  করলেন।এই কলিযুগে মায়া কবলিত আমার মত নরাধম  জীব সমূহকে জন্ম, মৃতু্্য, জরাও ব্যাধির চক্র হতে নিস্তার করবার জন্যই গুরুরূপে জড় জগতে আপনি অবতীর্ণ হয়েছেন। হে পিতা আপনি আমাকে যে এই ভাবে কৃপা করবেন সেটা আমি শত জন্মেও উপলব্ধি  করতে পারবনা। শ্রী বলদেব বিদ্যাভূষণ কতৃক ব্রহ্মসূত্রে উল্লেখ করেছেন

যস্য দেবে পরাভক্তি যথাদেবে তথা গুরৌ তসৈতে কথিতা হ্যর্থা প্রকাশন্তে মহাত্নন:

পরেমেশ্বর ভগবানের প্রতিও পারমার্থিক দীক্ষাগুরুর প্রতি যার শুদ্ধভক্তি আছে, তার কাছে উপনিষদের যথার্থ অভিব্যক্ত হয় এবং পরম ফল ভগবদ উফলদ্বি লাভ হয়। বৈদিক শাস্ত্রে সদগুরু সম্বন্ধে যতগুলি দৃষ্টান্ত  দেওয়া হয়েছে  আপনি তার প্রত্যেকটির সরূপ। আপনার  প্রতি আকৃষ্ট হয়েই আমি ইসকনে যোগদান করি।হে পিতা আপনার  পত্যেকটি লীলা আমার হৃদয়কে ছুয়ে অশ্রু নির্গত  করিয়েছে। শ্রীল প্রভুপাদের অভিলাষ একের পর এক বাস্তবায়নের মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে, আপনি শ্রীল প্রভুপাদের একজন আদর্শ অনুগামী।

হে পতিত পাবন গুরুদেব,

এই ব্রহ্মাণ্ডের সবছেয়ে পতিত জেনেও আপনি আমাকে আপনার শ্রীচরণ কমলে স্হান দিয়েছেন। ব্যাসপূজার এই শুভক্ষণে এই নরাধমেম আকুল প্রার্থনা  আপনি  যেভাবে আপনার  গুরুদেবের আদেশ পালনে দৃঢ় প্রতিজ্ঞ, আমিও যেন জন্ম -জন্মান্তরে আপনার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত কলতে পারি।

আপনার অযোগ্য পতিত সন্তান 

শ্যামসখা মধুমঙ্গল দাস