শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে॥
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়ীনে।
গৌর কথা ধামদায় নগর-গ্রাম তারিনে ॥
হে পরমারাধ্য গুরুদেব,
আজ আপনার এই শুভ আবির্ভাব দিবসে আপনাকে ও শ্রীল প্রভুপাদকে জানাই আমার অনন্তকোটি দন্ডবৎ প্রনাম। আপনার মত মহান ভগবতভক্তের গুণকীর্তন করার মত শক্তি এই নরাধমের নাই। তারপরও আপনার অহৈতুকী কৃপা নিয়ে ধৃষ্টতা পোষন করছি মাত্র।
হে প্রভুপাদের প্রিয় শিষ্য কর্মবীর গুরু মহারাজ,
আপনি আপনার পরম আরাধ্যগুরুদেব শ্রীল প্রভুপাদের মনোবাসনা পূরনের জন্য এই অসুস্থ শরীর নিয়েও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আপনি শ্রীল প্রভুপাদের নির্দেশ মোতাবেক মায়পুর ধামের উন্নয়ন করেছেন, সারা পৃথিবীর নগরে ও গ্রামে প্রচার করছেন।
হে মহান জ্ঞান তাপস গুরুমহারাজ,
জড় বিদ্যা ও পারমার্থিক বিদ্যা উভয় দিকেই আপনার সফল পদচারনা। আপনি একজন শাস্ত্রজ্ঞ পন্ডিত। জগৎ বিখ্যাত ভাগবত বক্তা, সর্বোপরি শুদ্ধ কৃষ্ণভক্ত। ঋত্তিকবাদ শতদূষনী গ্রন্থ রচনা করে ইস্কন হতে ঋত্তিকবাদ দূর করেছেন। “ বৈষ্ণব কে? ” গ্রন্থ প্রতিটি ভক্তকে শিক্ষা দেয় বৈষ্ণবের মনোভাব কেমন হওয়া উচিত, যা আপনার দ্বারা বিরচিত। বর্তমানে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা ও শিক্ষা বিষয়ক গ্রন্থ রচনাতে মনোনিবেশ করছেন যা প্রকাশিত হলে ভক্তজনের হৃদয়ে গৌর প্রেমের প্লাবন বয়ে নিয়ে আসবে।
হে করুনাময় গুরুদেব,
আপনার পাদপদ্মে আমার নিবেদন শুধু এই, জন্মে নয় জন্ম-জন্মান্তরে যেন আপানর সেবা দাস হয়ে, রাধামাধবের শ্রীচরন যুগলের সেবা করতে পারি এবং আজীবন আপনার আদেশ নির্দেশ মোতাবেক কৃষ্ণভক্তি প্রচার করতে পারি। পরিশেষে আপনার শ্রীচরনে পুনরায় দন্ডবৎ প্রনতি নিবেদন করছি।
জয় শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ কি? জয়! জয় শ্রীল প্রভুপাদ কি? জয়!
আপনার দাসানুদাস,
তন্ময় কৃষ্ণদাস (দীক্ষা)
জয়পুর, ভারত।