Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Prabhu Jagannātha dāsa (Lalmonirhat - Bangladesh)

 নমো ওম্ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
 শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।।
 নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে ।।

আমি      সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি। সালটি ছিল ১৯৯৩ইং ২৩ এপ্রিল শুক্রবার। যে স্কুলে পড়েছি, সেই স্কুলের একটি আলাদা বড় খেলার মাঠ আছে। সেখানে দেখি বিশাল সনাতন ধর্ম সভার আয়োজন করেছে। বেশ কিছু বিদেশী ভক্ত এসেছেন এবং মাঠের দক্ষিণ দিকে সুন্দর সুন্দর অনেক ধর্মীয় বইয়ের একটি বুক টেবিল। সর্বক্ষণ আমি বইয়ের স্টলের পাশেই ছিলাম। যেহেতু তখন আমি ছাত্র, বিধায় বেশি টাকা আমার কাছে ছিল না। তাই ছোট্ট একটি বই কিনলাম “আদর্শ প্রশ্ন আদর্শ উওর”। বিশেষ করে বইটিতে লেখা আছে “কৃষ্ণ সর্বাকর্ষক”। সবাইকে আকর্ষণ করে। আমাকে এতটাই আকর্ষণ করেছে। তারপর মাইকে যখন ঘোষনা দিল; এবারে মঞ্চে উঠবেন ইস্কনের অন্যতম গুরুদেব “শ্রীল জয়পতাকা স্বামী”। উনি আমেরিকা থেকে এসেছেন, তখন আমি ভাবলাম বিদেশী মানে ম্লেচ্ছ; তারা আবার গুরু হয় কিভাবে? তারপর গুরুদেব তার বড় সোনালী রংয়ের ঝম্পটি নিয়ে অনেক্ষণ ধরে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন সুললিত কন্ঠে, আমি অপলক নয়নে দেখতে লাগলাম। গুরুদেব তখন পুরো বাংলা বলতে পারছে না, কিছু কিছু বলতে পারছে। এক সময় গুরুদেব বললেন, আপনারা সনাতন ধর্মের লোক আপনারা কেন হরিনাম করছেন না? এই কথাটি আমার হৃদয়ে এতটা নাড়া দিল যে, নিজেকে ধিক্কার দিলাম। অথচ উনি বিদেশী হয়ে আমাদের ধর্মকে কিভাবে গ্রহন করেছে। গুরুদেবের দিব্য জ্যোতি, গুরুদেবের প্রবচন বারবার আমাকে এতটাই বিমোহিত করেছিল, পড়ে আমি পড়াশুনার প্রতি সম্পূর্ন আস্হা হারিয়ে ফেলি। গুরুদেবের একটি কথাই হৃদয়ে বেশি করে নাড়া দিল- কেন আমরা হরিনাম করছিনা?

তারপরের ঘটনাবলী; গুরুদেব ২০০০ইং ১৮ই এপ্রিল শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির, বানিয়ারদিঘী, লালমনিরহাটে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং শ্রীমন্দিরের শুভ উদ্বোধন করলেন।

গুরুদেব আগে সারারাত জেগে দীক্ষার নাম তৈরি করতো। দীর্ঘক্ষণ বসে থাকার পর গুরুদেব চেয়ার থেকে উঠতে পারতো না; তখন আমরা গুরুদেবের হাত; শরীর; পা ধরে আস্তে আস্তে দাড় করিয়ে দিতাম। এমনকি গুরুদেব তার নিজের গাড়ীতে করে আমাকে নিয়েছিল।

প্রভু জগন্নাথ দাস,
লালমিনরহাট,বাংলাদেশ