শ্রী চরণেসু গুরুদেব ,
আমি তোমার অধম সন্তান চন্দ্রিমা | কোনো রকম যোগ্যতা ছাড়াই তুমি আমায় আশ্রয় দিয়েছো | এই বছরে তুমি আটলান্টাতে এসেছিলে তোমাকে দর্শন করে খুব ভালো অনুভূতি হয়েছে | তুমি তো অন্তর্যামী সবই জানো, আমায় কৃপা করো আমার যেন হরি নামে মতি হয় | আমি যেন তোমার পাদপদ্মে আত্মসমর্পণ করতে পারি | তোমার কৃপায় আমাদের সন্তান নীলমাধব বড়ো
হচ্ছে | সে খেলার ছলে একটু একটু করে ভক্তিমূলক কাজ শিখছে | তার সেবা দেখে সবাই অনুপ্রাণিত হচ্ছে | ওকে দেখে কেউ হরিবোল বা গৌরাঙ্গ বললে ও দুই হাত তুলে বলে হরিবোল !! গৌরাঙ্গ !! তুমি কৃপা কোরো সে যেন সুস্থ থাকে, দীর্ঘজিবি হয়, ভালো ভক্ত হয়, আর গৌরাঙ্গের কথা প্রচার করতে পারে, প্রভুপাদ কে খুশি করতে পারে
তোমার অধম সন্তান,
চন্দ্রিমা দেবনাথ ঘোষ, নীলমাধব ঘোষ
মিনিয়াপলিস