পরম আরাধ্য গুরু মহারাজ আমার বিনম্র সশ্রদ্ধ দন্ডবৎ প্রণাম গ্রহণ করবেন ।
গুরুমহারাজ আপনার করুণা অসীম এবং বিশাল হৃদয় , আপনার করুনায় এই জগতের মধ্যে আমার মতো এক পতিত জীব আপনার সেবা করার চেষ্টা করছি। গুরু মহারাজ আপনার হৃদয় অত্যন্ত বিশাল তাই আপনার চরনে আমার মতো পতিত জীবের জন্য একটু আশ্রয় প্রার্থনা করছি । আপনার গুণ মহিমা বর্ণনা করার কোন যোগ্যতা আমার নেই।
হে সর্ব দেবময় গুরুদেব আমাকে ক্ষমা করুন , আমি অত্যন্ত গ্লানি এবং দুঃখী অনুভব করছি । গুরুদেব আমি দীক্ষার সময় যে প্রতিজ্ঞা নিয়েছি সেগুলো ঠিক ঠিক পালন করতে পারিনি। তাই আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি ক্ষমা না করলে আমি জন্ম জন্মান্তরেও উদ্ধার লাভ করতে পারব না। হে দায়ার সাগর , হে পতিত পাবন গুরুদেব আমাকে ক্ষমা করুন । এর পর যাতে আর কোন ভুল না করি সে জন্য আমি সতর্ক থাকবো।
ইতি
আপনার অধম ও পতিত শিষ্য
হরিনাম গোপাল দাস