Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Līlārāṇī Tuṅgavidyā devī dāsī (Mayapur - India)

                                                                                                    গুরুকৃপা

                                                                                               দর্শনেই উদ্ধার

      পতিত পাবন গুরুমহারাজের মহিমা কীর্তন করা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয় । কিন্তু গুরুদেব আমাকে যে বিশেষকৃপা প্রদান করেছেন তার মহিমা কীর্তন করা আমি আমার গুরুদায়িত্ব মনে করছি । তাই গুরুদেবের কৃপায় আমি তাঁর মহিমা কীর্তন করার চেষ্টা করছি । জয় পতিত পাবন গুরুমহারাজকি জয় ! আমার ভক্তি জীবনে আসা সম্পূর্ণটাই ভগবানের ইচ্ছা এবং গুরুদেবের বিশেষ বিশেষ কৃপা। আমি ২০১০ সালে প্রথম মন্দিরে যাই । তখন একদিন শুনলাম একজন মহারাজ এসেছেন । তাঁকে দর্শন করলে পুণ্য লাভ হয়। একথা শুনে আমি ভিড়ের মধ্য দিয়ে দেখলাম একজন অসুস্থ লোক  হুইল চেয়ারে বসে আছেন এবং তাঁকে কঠোর  নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে । তখন আমি কিছুই বুঝতে পারিনি । তখন আমার কোন প্রকার প্রতিক্রিয়া হয়নি। তারপর অনেক দিন কেটে গেল।

       ২০১১ সালের শেষের দিকে আমি একদিন অমৃতের সন্ধান নামে একটি বিভাগের কক্ষে বসেছিলাম তখন গুরুমহারাজের একটি চিত্রপট আমার দৃষ্টি আকর্ষণ করে। চিত্রপটটি আমার খুব ভাল লাগে। তখন আমার শিক্ষা গুরুকে আমি জিজ্ঞেস করি ইনিকি আপনার পিতা, কারণ একি রকম বেশ ভূষা। তিনি হেসে বললেন হ্যাঁ, তিনি আমার পিতা । তখন আমি ভেবেছিলাম তিনি তার জন্মদাতা পিতা। তখন বললাম আমি এই ভদ্রলোককে দেখতে চাই। আমার শিক্ষাগুরু বললেন উনি এখানে থাকেন না। তিনি যখন আসবেন তখন দেখা যাবে। বেশ কিছুদিন পর আমি মন্দিরে গিয়ে দেখি মন্দিরে তেমন ভক্ত নেই, আমি তখন জানতে চাইলাম সবাই কোথায় গিয়েছেন তখন জানতে পারলাম যে ঐ ভদ্রলোক  এসেছেন তাই সবাই উনাকে দর্শন করতে গিয়েছেন। তখন আমি বললাম আমিও উনাকে দর্শন করতে যাব ।

      তারপর গুরুমহারাজকে দর্শন করার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু গুরুমহারাজ অসুস্থতার কারণে আসতে পারছিলেন না। গুরুমহারাজ না আসার কারণে আমি খুব কষ্ট পাচ্ছিলাম এবং খুব কান্না করছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন একজন অপরিচিত লোকের জন্য আমি কান্না করছি। আমি গুরুদেবের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, যখন গুরুদেব আসলেন তখন তিনি প্রথমেই তাঁর কৃপাদৃষ্টি আমার উপর দিলেন এবং আমাকে বার বার তাঁর প্রসাদী মালা দিতে চেষ্টা করলেন কিন্তু সিনিয়র গুরুভ্রাতারা তা নিয়ে নেন তখন গুরুমহারাজ আমার সামনে  এসে আমাকে মালা পড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ বলে চলে গেলেন । তখন আমি খুব কান্না করছিলাম কিন্তু আমার ভিতরে আনন্দ এবং প্রশান্তি কাজ করছিল। মনে হচ্ছিল যে আমার পরম প্রিয়জনের সান্নিধ্য পেলাম যা আমাকে অনেক অনেক আনন্দ প্রদান করছিল । অতঃপর আমার প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুরুমহারাজ দর্শন দিলেন ।

তারপর গুরুমহারাজ প্রবচন দিলেন। গুরুমহারাজের প্রবচনের পর প্রশ্ন-উত্তর পর্ব ছিল। আমি তখন একটা প্রশ্ন লিখলাম আমি কেন শ্রীকৃষ্ণকে  ভগবান বলে বিশ্বাস করব।সেখানে নিয়ম ছিল প্রবচন সম্বন্ধীয় প্রশ্ন হতে হবে।যেহেতু আমি নবীন ছিলাম তাই নিয়মটা আমার জানা ছিল না। আমার এই প্রশ্ন পড়ে কর্তব্যরত সিনিয়র গুরুভ্রাতা প্রশ্নটা গুরুদেবকে না দিয়ে ফেলে দিলেন। তখন গুরুমহারাজ উনাকে বললেন তুমি কেন ওর প্রশ্ন ফেলে দিয়েছ, ওটা আমাকে দাও আমি ওর প্রশ্নের উত্তর দিব । গুরুদেব যে অন্তর্যামী এটা তার একটা দৃষ্টান্ত ।

      আমি গুরুমহারাজকে ২০১২ সালের নভেম্বর মাসে  দ্বিতীয় বার দর্শন করি। গুরুমহারাজ তখন আমাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন তাঁর একটি বালতি এবং গামলা লাগবে। সপ্ন দেখার পর,পরের দিন আমি মন্দিরে গেলাম এবং আমার শিক্ষা গুরুকে আমার সপ্নের কথা জানালাম। তখন প্রভু হেসে বললেন কিনে আনলেই হয়। তখন গামলা এবং বালতি কিনে গুরুমহারাজের সেবকের হাতে দিতেই প্রভু আমাকে বললেন আপনি কিভাবে জানলেন গুরুমহারাজের স্নানের বালতি এবং হাত ধোয়ার গামলা লাগবে। তখন আমি বিস্মিত হলাম এবং ভাবলাম এটা কিভাবে সম্ভব। এটা অবিশ্বাস্য।

    আমার জীবনে গুরুমহারাজের বিশেষ কৃপা এবং করুণা। গুরুমহারাজের কারণেই আজ আমি সব প্রতিকূলতা ও সব বাঁধা-বিপত্তি কাঁটিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। ঐ দিন সন্ধ্যায় আমি গুরুমহারাজকে দর্শন করার জন্য সামনে  গিয়ে দেখি ভক্তরা উপহার দিয়ে গুরুমহারাজের কাছ থেকে আশীর্বাদ ও প্রসাদী তেল গ্রহণ করছেন। তখন আমার মনে হলো আমি গুরুমহারাজকে উপহার দিলে আমিও গুরুমহারাজের কাছ থেকে প্রসাদী উপহার পেতাম। এই চিন্তা করে আমি দূর থেকে গুরুমহারাজকে প্রণাম করে চলে আসছিলাম তখন গুরুমহারাজ পিছন থেকে বললেন লাবণ্য এটা আমার মেয়ে। তখন আমি আমার নামটা স্পষ্ট শুনতে পেলাম এবং দাঁড়িয়ে পড়লাম, নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। তখন আমার শিক্ষা গুরু পাশ থেকে বললেন গুরুমহারাজ বলছেন এটা আমার মেয়ে। গুরুমহারাজ আমাকে ডেকে নিয়ে উনার চরণের কাছে বসালেন এবং আগে আমাকে জিজ্ঞেস করলেন তুমি ভালো আছতো, তারপর আমাদের দুজনকে একসাথে জিজ্ঞেস করলেন তোমরা ভালো আছতো। আমাকে বললেন আমি তোমাকে চিঠি লেখি, তুমি আমার চিঠি পাও? আমি বললাম,হ্যাঁ। আমি আপনার চিঠি পাই। তারপর আমার সাথে অনেক কথা বললেন এবং আমাদেরকে উনার আশীর্বাদী দণ্ড দিয়ে কয়েকবার আশীর্বাদ করলেন।আমি অনেক আনন্দের সাথে ফিরে এলাম।

    গুরুমহারাজ চলে আসার আগে আবার আমাকে সপ্নে দর্শন দিলেন, আমি দেখলাম গুরুমহারাজের  হাতে বড় একটি জ্বলন্ত প্রদীপ (নৃসিংহ দেবের সামনে রাখা আছে এমন একটি প্রদীপ) নিয়ে জগন্নাথদেবের  মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন এবং আমার হাতে দিয়ে বলছেন আমি এটা তোমাকে দিলাম, তুমি এটা রাখ। এইভাবেই গুরুমহারাজ তাঁর হাত থেকে মূল্যবান উপহার পাওয়ার বাসনা পূরণ করলেন ।

        গুরুমহারাজের অনেক লীলা আমরা শ্রবণ করি কিন্তু তা আমরা উপলব্ধি করতে পারি না। আমার জীবনে যখন গুরুমহারাজের এই লীলাগুলো ঘটেছিল তখন আমি উপলব্ধি করতে পেরেছি যে গুরুদেব অন্তর্যামী এবং তিনি সকলের প্রতি সমভাবাপন্ন,তিনি কৃপালু এবং ক্ষমাশীল। তিনি পতিত পাবন। তিনি জন্মে জন্মে আমার গুরু ছিলেন তাইতো তিনি এই জন্মেও আমাকে আমার সঠিক পথে নিয়ে এসেছেন। আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। আজ আমি আমার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি যে গুরুদেবের কৃপা ব্যতীত আমি এখানে আসতে পারতাম না এবং ভগবানের ধামে বাস করতে পারতাম না। তিনি আমাদের রক্ষাকারী কারণ তা না হলে আজ আমরা হারিয়ে যেতাম। তিনি আমাদের নতুন জীবন দান করেছেন। তাঁর এই কৃপা আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে  এবং পারমার্থিক জীবনে সাফল্য অর্জন করতে কৃপাপ্রার্থী ।

হরে কৃষ্ণ-।  

লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী

জে পি এস পাবলিকেশনস্‌

শ্রীধাম মায়াপুর