ওহে শ্রীগুরুদেব করুণাসিন্ধু ।
আমার জীবন ত্রাতা কৃপাসিন্ধু ॥
তব কৃপা বলে গৌরদাস্যে নিয়োজিত হই ।
নাম সেবা সুখ রসে রসানন্দ বিলাসে আস্বাদন পাই ॥
পামর জীবন মোর তাড়িতে তব অহেতুকি করুণা ।
তব চরণই মোর আশ্রয় এই ছাড়া নাহি মোর কিছু জানা ॥
হে গুরুদেব কৃপা করহ মোরে দেহ মোরে মতি গতি ভজনস্ফুর্তী ।
আপনি সেই তো প্রভু নিত্য আনন্দময় নিতাই কৃপা শ্রীমূর্তি ॥
আপনার সেবা লাগি মোর মন প্রাণ করি নিবেদন ।
এই আশ করি জন্মে জন্মে যেন পাই আপনার শ্রীচরণ ॥
আপনার কথা মধুর চরিত গাঁথা যেন সদাই করিতে পারি সুসেবন ।
অনঙ্গলতা ধরে এই নিবেদন অভীষ্ট হোক মোর গুরু সঙ্গে গোবিন্দভজন ॥
By Your Fallen Daughter
Ananga Lata Devi Dasi
Kolkata,West Bengal