আমার হৃদয় সক্ত পাষাণ সমান।
সদা পাপেরত চিত্ত খুঁজে লোকসম্মান।।
মনের অভিলাষ ভাবপ্রেমভক্তি হীন।
গর্ব ভরি' পড়ি' আছি আমি অতি দীন।।
তথাপি এই অভাগার একটি সুসৌভাগ্য।
গুরু হইতে নাম পাইয়া হইল কৃষ্ণভোগ্য।।
আমা হইতে আরো নীচ হীন পাপি নাই।
তব অহৈতুকি কৃপায় পাইলাম গৌর নিতাই।।
"চৈতন্য নিত্যানন্দে নহে এ সব বিচার।
নাম লৈতে প্রেম দেন বহে অশ্রুধারা।।
দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে।
জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে।।
অনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়।
চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়।।"
করূণায় ভাসি তোমার প্রেমের প্লাবনে।
জপিতে হরিনাম চিত্ত হইল নিমজ্জনে।।
করুণা করহ প্রভু এই মাত্র আশ।
নৈলে মোর গতি নাই হইব হতাশ।।
জয় নামহট্টের শুভ জয়পতাকা জয়।
যার দ্বারা জগৎ হইবে প্রেমভক্তিময়।।
কৃষ্ণপ্রেমভক্তি মাগে এই শ্যাম দাস।
যাহা হইতে পাইবে পরানন্দ উল্লাস।।