ওহে গুরুদেব!
শতকোটি প্রনাম তব চরণে।
অধম পতিত আমি জানেনা কোন জনে।।
জীবন হয়েছে কণ্টকময়, লাগে বড় অসহায়,
পাপেতে হয়েছি লিপ্ত, জেনে শুনে বিষ করেছি পান।
(তবু) তোমার স্মরণে নাই সময়, মনের নাই তো লাগাম
কেবলই ইতি উতি ধায়।
পশুসম আচরণে নিজেই তো বিব্রত,
অথচ তাহা থেকে মুক্তির নাই চিন্তা।
দেহ জড়, সুখ জড়, জানি তো সবই-
তবুও কি একবারও ভাবি তা?
বৈষ্ণব অপরাধে জর্জরিত আমি,
ভক্তির লেশ মাত্র নাই,
তোমার চরণে আশ্রয় নিয়ে
তোমাকেই ক্লেশ দিয়ে যাই।
আর তো নাই সময়, এখনও যদি না শুধরাই
এভব সংসার পাকে, আরও আমি যাবো ডুবে
এইবেলা তোমাকেই বলি তাই-
ওহে গুরুদেব তুমি অন্তর্যামী!
কৃপা করে আমারে ক্ষম তুমি স্বামী
দয়াকরে তর নরাধমে
কৃষ্ণনামে যেন আসে মোর রতি
তোমার চরণে যেন সদা থাকে মতি,
বৈষ্ণব জনা যেন সেবিবারে পাই।
গুরুদেব!
তোমার মহিমা নাহি তার সীমা
কি আর বলিব আমি।
হরিনাম প্রচারে। সদা অগ্রগামী
তুমি জয়পতাকা স্বামী।।
দেশে-মহাদেশে পুরবে- পশ্চিমে
করেছ কৃপাবিতরন।
ক্লান্তি-ক্লেশ ভুলে সকলের মঙ্গলে
হয়েছ যে আগুয়ান।।
পাশ্চাত্যে যখন করিলে অবতরণ
গলাতে মারিল কোপ।
কি ভীষণ যন্ত্রনা ভাবতেও পারিনা
বয়ে যায় রক্তের স্রোত।।
তবুও না থেমে মজেছ কৃষ্ণ প্রেমে
গেয়েছ হরিগান।
প্রভুপাদ বাণী প্রচার করিতে
সদা তৎপর প্রাণ।।
আর কত বলি তোমার মহিমা
শেষ নাহি যে তার।
জয় জয় তোমার ধন্য তুমি প্রভু
প্রনাম লহ গো আমার।।
আপনার দাসানুদাস
মাধবী প্রীতি দেবী দাসী
শ্রী মায়াপুর