হে পতিতপাবন আচার্য শ্রীল গুরুমহারাজ,
আপনার শ্রীচরণপদ্মে অনন্তকোটি দণ্ডবৎ প্রণাম। আপনার মহিমা বর্ণনা করার শক্তি আমার মত পতিতের নেই। আপনি কৃপা করে আমার সমস্ত পাপরাশি আপনার শরীরে ধারণ করে আমাকে পাপমুক্ত করেন। আপনার কৃপা ভিন্ন আমার এই জীবন অনর্থ। যখন যখন আমি দিশাহীন হই, ভক্তিজীবনে কিছু অনর্থ প্রবেশ করে আপনি অন্তর্যামী হয়ে আমাকে উদ্ধার করেন। এই জড়জীবনের যন্ত্রণায় কাতর হয়ে যখন আমি আধ্যাত্মিক জীবনের অনুসন্ধান করছিলাম, তখন আপনার অনন্ত কৃপায় আমার নিকট আপনার প্রতিনিধি শ্রীপাদ শ্রীনিবাস গোপাল দাস প্রভুকে আমার নিকট প্রেরণ করেন এবং আমাকে মায়াবাদের কবল থেকে উদ্ধার করেন। আপনার করুণার সীমা নেই। আপনার গুণকীর্তন করার কিইবা শক্তি আমার আছে? যখনই আমার ভিতরে কোন পাপের আবির্ভাব হয় আপনি তৎক্ষণাৎ তা গ্রহণ করে আমায় উদ্ধার করেন। আপনার হাজার হাজার মহৎ শিষ্যের মধ্যে আমি একজন ক্ষুদ্র কীটের ন্যায়। আপনার কৃপালাভ করে সকলেই ধন্য ধন্য। আপনার চরণাশ্রয়ে থাকতে পেরে সকলেই নির্বিঘ্ন অনুভব করে। আপনার কৃপায় আমি আপনার চরণছায়ায় থেকে নিত্য আপনার চরণদর্শন করি। আপনার কৃপা আশীর্বাদে আমি যেন ইস্কনের সেবায় আমার পরবর্তী জীবন সমর্পণ করতে সমর্থ হই।
আপনার শ্রীচরনাশ্রিত
দেবপতি মুকুন্দ দাস।