Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Tulasī Līlāmayī dēvī dāsī (Mayapur - India)

71তম ব্যাস পূজা উপলক্ষে গুরুমহারাজ এর প্রতি নিবেদন-
ওহে গুরুদেব আমি শুনেছিলাম,
গুরু শিষ্যের  সম্পর্ক নাকি জন্ম জন্মান্তরের।
সেই থেকে মোর মনে ছিলো এক আকাঙ্ক্ষা ।
নতুন জন্ম কবে পাবো তোমার কাছে ভিক্ষা।
শয়নে স্বপনে তোমার কথা ভাবতে আমি নারি,
বড়ই অধম পতিত আমি সকল পাপে ভারী ।
নতুন জন্ম দিয়ে আমায় নিয়েছ আপন করে ,
তুমি গুরুদেব পতিত পাবন, পতিত উদ্ধারের তরে।
তুমি গুরু , তুমি পিতা,  তুমি শুভাকাঙ্ক্ষী ।
জন্মে জন্মে আমি যে অধম তোমার কাছে ঋণী।।
কৃষ্ণ কে ভুলে গিয়ে আমি ডুবেছিনু সংসার মোহে।
কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমার শক্তি আছে ।
সংসার ভব সাগরে চাপা পড়িয়াছিল ভক্তি লতার বীজ।
তুমি গুরুদেব কৃপা পারবার হইয়া অধম কে করলে বড়ই উদ্গ্রীব।
তোমার ঋণ শোধ করিবার কোনো সাধ্য আমার নাই ।
তুমি গুরু মোর 'শ্রীল জয়পতাকা ' তোমার রাঙা চরণে -
এই অধমেরে দিও ঠাঁই ।
তোমার দেওয়া নামকরনের কিছু তো কারণ আছে,
  তাই তো অধম "তুলসী লীলাময়ী "সর্বক্ষণ তোমার কাছে  -
        কেবলই কৃষ্ণপ্রেম যাচে ।

  -তুলসী লীলাময়ী দেবী দাসী