নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
প্রিয় পরমআরাধ্য গুরুমহারাজ,
কৃপাপূর্বক আপনি আমার সশ্রদ্ধ প্রনাম গ্রহন করুন।আমি আপনার একজন চরণাশ্রিত সন্তান।এবছর আপনার ৭১তম শুভ আবির্ভাব তিথিতে আপনার গুণ মহিমা কীর্তন করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।হে পরম দয়াল গুরুমহারাজ আপনার গুণ মহিমা কীর্তন করার বিন্দুমাত্র যোগ্যতা আমার নাই।গুরুমহারাজ আপনি শ্রীশ্রী ব্রহ্ম-মধ্ব-গৌড়ীয় বৈষ্ণব জগতের পরম শ্রদ্ধেয় প্রবীণ সন্ন্যাসী।
আপনি পরম করুনাময় নিত্যানন্দ প্রভুর মত অযাচিতভাবে কৃপা বর্ষণ করছেন।হে প্রিয় গুরুমহারাজ আপনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে,শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ,শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং পূর্ববর্তী আচার্যদের আকাঙ্ক্ষা নির্দেশ এবং চরণকমলের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।আপনি পরম করুণাময় পতিতপাবন।
আমি শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ,শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীবর্গের শ্রীমুখে আপনার অপ্রাকৃত মহিমা শ্রবণ করে পুলকিত হয়েছি।হে প্রিয় গুরুমহারাজ আপনি যেভাবে সারাবিশ্বে প্রচার করে চলেছেন তার কোন তুলনা হতে পারেনা।
হে প্রিয় গুরুমহারাজ আপনি সদা সুস্হ থাকুন।আপনার কৃপা যেন আমরা সবসময় পেতে পারি, এটিই বিনীত প্রার্থনা।
অতীতের সকল ভুল ও অপরাধের জন্য ক্ষমা করে দেবেন এবং ভবিষ্যতে কোন প্রকার ভুল বা অপরাধ করার স্পৃহা না জন্মে তার জন্য আশীর্বাদ করবেন।আপনার শ্রীচরণকমলে আমাকে আশ্রয় দিন।
বিনীত
আপনার অযোগ্য পুএ
তুষার কুমার হালদার
ঢাকা,বাংলাদেশ।