ওঁ বিষ্ণুপাদ অষ্টতরশত শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ আজ যার কৃপায় আমরা অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞান লোকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই যে আমাদের নিত্য সেবা করাই আমাদের পরম কর্তব্য , এটি জানার সৌভাগ্য লাভ করেছি। সর্ব প্রথমে আমি তার শ্রীচরণ কমলে অসংখ্য দন্ডবৎ প্রণাম নিবেদন জানাই এবং ৭১তম ব্যাস পূজা আবির্ভাব তিথি উপলক্ষে গুরুমহারাজকে অনেক অনেক দন্ডবৎ প্রণাম নিবেদন করি এবং অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ,এবং অনেক ভালোবাসা।
পতিত পাবন শ্রীল, জয়পতাকা স্বামী
গুরু মহারাজ।
ওহে গুরুদেব , তব শ্রীচরণে রাখিবে
মোকে জনম জনমে।।
শ্রীগৌরাঙ্গ-কথা, হয় নিত্য তত্ত্ব
মোর এই দৃঢ় বিশ্বাসে ।
পাশ্চাত্যদেশ শূন্যবাদী, দুরাচারী-মায়াবাদী
উদ্ধার পাইল তব দয়ায়,
প্রভুপাদ দয়াকর, কৃষ্ণভক্ত এবার কর
তব দয়ায় অসম্ভব সম্ভব হয়ে যাবে।।
শ্রীমতী সুলেখা রাধাদেবী দাসী।।।।।