Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Raṅgarāja Hari dāsa (Mayapur - India)

নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ শ্রেষ্ঠায় ভুতলে শ্রী মতে জয়পতাকা সামীনিতি নামিনে,

নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদাইনে গৌর কথাধামদায় নগর গ্রাম তারিনে।

"ক্ষমা ভিক্ষা প্রার্থনা পত্র"

ও আমার পরম প্রিয়তম গুরুমহারাজ, 

আমার কোটি কোটি দণ্ডবত্ প্রনাম গ্রহন করুন ,

ও আমার পরম আরাধ্য গুরুমহারাজ, আমি কী ভাবে আমার নিকৃষ্টতম কর্মকাণ্ডে র  কথা আপনাকে বলব,তার ভাষা আমার জানা নেই, আমি নর্দমার কীট সাদৃশ্য, পীচাস,অবোধ মায়ার দ্বারা পরিচালিত হয়ে আপনার শ্রী পাদপদ্মে যে অপরাধ করেছি কীভাবে তার থেকে মুক্তি পেতে পারি আমি জানি না। 

আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েও চারটি নিয়ম মেনে চলতে অকৃতকার্য হই,এমনকি এই কলিযুগের সবচেয়ে গর্হিত অপকর্মটিও আমি করি।

সিনিয়র প্রভুদের  পাঠ থেকে শুনেছি যে ভগবান কৃষ্ণ যদি রুষ্ট হন তাহলে গুরুদেব রক্ষা করেন কিন্তু গুরুদেব যদি রুষ্ট হন তাহলে জীবের অর্থাৎ আমার যে কী গতি হবে তা বলা বাহুল্য। 

গত 07/03/2020 তারিখ অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী থেকে পুনরায় ভক্তি জীবনযাপন অনুশীলন শুরু করেছি, 

হে আমার পরম পতিত পাবন গুরুমহারাজ আজকের এই শুভ দিনের পূর্ণ লগ্নে,আপনার  71 তম আবির্ভাব তিথীতে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করার সুযোগ টি আমি হারাতে পারি না। 

অতএব, হে মান্যবর,আমি আপনার এক নিকৃষ্ট কুলাজ্ঞার সন্তান, শেষ বারের মত ক্ষমা করে আপনার শ্রী পাদপদ্মে আমায় আশ্রয় দিয়ে গুরু গৌরাঙ্গের সেবা করার সুযোগ দানে জন্ম জন্মান্তরে এই পতিত কে চিরকৃতজ্ঞ করবেন। 

                                                                      ইতি,

                                                                      রঙ্গরাজ হরি দাস

                                                                          জৌগ্রাম ,পূর্ব বর্ধমান