Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Sīmantadvīpa dāsa (Mayapur - India)

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে 

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।

 

হরে কৃষ্ণ প্রিয় গুরুমহারাজ,

আজকের আপনার মহিমান্বিত শুভ ৭১ তম আবির্ভাব তিথির এই শুভক্ষণে কৃপাপূর্বক আপনার চরণকমলে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, “যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তিসম্পন্ন, তাঁর মধ্যে শ্রীকৃষ্ণ এবং সমস্ত দেবতাদের সৎ-গুণগুলি প্রকাশিত হয়।” তাই আপনার মত একজন শুদ্ধভক্তের মহিমা কেই বা বর্ণনা করতে পারে? সেখানে আমার মত অধঃপতিত জীবের আর কি কথা! তাই আপনার কৃপাশীর্বাদ ভিক্ষা করে আমার আজকের এই ক্ষুদ্র নিবেদন আপনি দয়া করে গ্রহণ করুন।

 

আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অতি অন্তরঙ্গ পার্ষদ এবং তাঁর শক্তিতে বলীয়ান সংকীর্তন আন্দোলনের একজন মহান প্রচারক এবং শ্রীল প্রভুপাদের একজন আদর্শ শিষ্য। সমস্ত শারীরিক বাধাকে অতিক্রম করে সমগ্র পৃথিবীতে নিরন্তর হরিনাম প্রচারে আপনার বর্ণনাতীত সীমাহীন সাফল্য নিঃসন্দেহে আপনার মহান ভগবত্তাকে আরও গৌরবান্বিত করে, যা সত্যিই বিস্ময়কর। শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের আপনি এক মহান সৈনিক। 

 

সমগ্র পৃথিবীর মানুষকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রীধাম মায়াপুরের প্রতি আকর্ষণ করার জন্য শ্রীধাম মায়াপুরের যে অভূতপূর্ব উন্নতি আপনার নেতৃত্বে সাধিত হয়েছে তা অত্যন্ত আশ্চর্যজনক এবং আপনার পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের নির্দেশ হৃদয়ে ধারণ করে সদা সর্বদা তা পালন করার এই উজ্জ্বল দৃষ্টান্ত আপনি সবার সামনে উপস্থাপন করেছেন। 

 

সারা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের ভক্তদের প্রতি আপনার করুণা অপরিসীম। সেজন্য বাংলাদেশের ভক্তরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার পরম সৌভাগ্য হয়েছিল আপনার দিব্য সান্নিধ্য পাবার। হে মহান আচার্য, আপনি অহৈতুকীভাবে আপনার কৃপাবারি বর্ষণ করুন যাতে আপনার পদাঙ্ক অনুসরণ করে আপনার দাসানুদাস হতে পারি। আপনার শ্রীচরণকমলে আমার এই প্রার্থনা আপনি দয়া করে স্বীকার করুন।

 

হে পতিতপাবন গুরুমহারাজ,

আপনার জয় হোক। শ্রীল প্রভুপাদের জয় হোক। হরে কৃষ্ণ।। 

 

 

আপনার শ্রীচরণকমলের দাসানুদাস

সীমন্তদ্বীপ দাস (শিক্ষাশিষ্য, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।)