Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Sakhī Lalitā devī dāsī (Mayapur - India)

নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে। শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়েনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।। 

৭১তম ব্যাস পূজা উপলক্ষে হে গুরুদেব আপনার শ্রী চরণে আমার সহস্র কোটি প্রণাম। 

 

হে গুরুদেব,  

      তুমি রয়েছো গুরু পরম্পরা ধারায়, তাই তো আজও শুদ্ধ কৃষ্ণ নাম বহিছে পৃথিবীতে নীরবিচ্ছিন্ন ধারায়। 

 

হে গুরুদেব, 

     তুমি করো সর্বত্র 

কৃষ্ণ নাম প্রচার -

  তোমার কৃপায় মানব জাতি 

          হইবে উদ্ধার। 

 

হে গুরুদেব, 

    তোমার শ্রী চরণে প্রার্থনা করি বারে বারে ----

     সর্বদা তোমার বাণী থাকে 

          যেন মোর স্মরণে। 

 

হে গুরুদেব, 

     তুমি তো করুনার সাগর 

           তোমার বাণী শুনে 

   ধন্য হয় মোর কর্ণ কুহুর। 

 

হে গুরুদেব, 

      তোমার চরণে করি আত্ম সমর্পন ----

       তুমি আশীর্বাদ করো মোরে, যেন উন্নতি হয় মোর পারমারথিক জীবন।। 

 

জগৎ গুরু শ্রী শ্রীমত জয়পতাকা স্বামী গুরুমহারাজ কী ----জয় 

 

পতিত পাবন শ্রী শ্রীমত জয়পতাকা স্বামী গুরুমহারাজ কী ---জয় 

       

                সখী ললিতা দেবী দাসী