Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Prahlāda Īśvara dāsa (Mayapur - India)

শ্রী  শ্রী গুরুগৌরাঙ্গ জয়ত......

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। 

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিনে।।

 

ওহে গুরুদেব,

তব শ্রীচরণ রেনু করিয়া বন্দন, শুভ আবির্ভাব তিথিতে আপনার কিছু গুনকথা করিব কীর্তন। 

বিদ্যা হীন, জ্ঞানহীন আমি বড় পতিত

আপনার কৃপা কণা করিয়াছে ধর্নাতীত।

ইহা কৃপা কণা লইয়া কিছু মহিমা আপনার করিব বর্ণনা 

ভুল ত্রুটিতে আপনি মোরে করিবেন মার্জনা।

শ্রীল প্রভুপাদের কৃপা ধন্য আপনি তাঁর জয়পতাকা, ইহা মহিমা কে করিতে পারে বর্ণনা।

নিত্য সিদ্ধ নিতাই পার্ষদ আপনি সাক্ষাৎ

গৌর বাণী লইয়া আপনি বিশ্বের নগর-গ্রামে  করিলেন প্রচার।

উদ্ধারীতে পতিত পামর, আপনি বড় কৃপালু

কোনো বিচার না করিয়া বিশ্বে গৌর কৃপা সকলেরে করিলেন প্রদান।

অক্লান্ত পরিশ্রম আর অনেক শারীরিক বাঁধা তথাপি না করিলে বন্ধ আপনার প্রচার কার্য।

গুরু বাক্য হৃদয়ে করিয়া ধারণ

সমস্ত দুঃখ-কষ্ট-ব্যাধি হাসি মুখে করিতেছেন বহন।

ইহাতে আপনার মহিমা বিশ্বে দৃষ্টান্ত পায়,

শ্রীগুরু কৃপা বিনা আর ত্রিভূবনে নাহিকো উপায়। 

ওহে গুরুদেব তব শ্রীমুখ বাক্য ও কৃপা হৃদয়ে করিয়া ধারণ,

রহিতে পারি যেন আপনার শ্রীচরণ।

এই আশির্বাদ কৃপা কণা মাগে এই দীন

অধম শিষ্য প্রহ্লাদ ঈশ্বর দাস

জন্মে জন্মে ওহে গুরুদেব এই মোর আশ।।

 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

 

জয় পতিত পাবন গুরুদেব কী জয়

জয় প্রভুপাদের জয়

 

ইতি

আপনার অধম শিষ্য -

প্রহ্লাদ ঈশ্বর দাস 

জলপাইগুড়ি নামহট্ট সংঘ