"পতিতপাবন
শ্রীগুরুদেব"
শ্রীল প্রভুপাদের পাবনতরী লয়ে
শ্রীগুরু জয়পতাকাস্বামী
ভ্রমিয়া শতশত নগরাদি গ্রাম
আসিলে মোর গ্রাম
হরি নাম দীক্ষা দিয়া
উদ্ধারিল এই নরাধমে
আমা হেন কত জনে
সবে দিল ভবপাড়ি
এমন দয়াল জগতে আর নাই
দৃড়করি ধরি পায়
তুমি মোর মাতা পিতা
তুমি মোর বিধাতা
তোমার ঐ পদরেণু দানে
রক্ষা কর মোরে
জন্মজন্মান্তরে যেন থাকিতে পারি
তোমার দাস হয়ে
নরাধম
বংশীবট কৃষ্ণদাস
কোচবিহার।