Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Uddhārinī Śakti devī dāsī (Cooch Behar - India)

*শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তঃ*

 

*"হৃদয়ের রাজ গুরুমহারাজ"*

 

শ্রীল প্রভুপাদের সুযোগ্য সন্তান যিনি ,

      শ্রীমৎ জয়পতাকা স্বামী তিনি। 

গুরুদেবের আদেশ শিরোধার্য  করে ,

            নিজেকে উৎসর্গ করেছেন  ভগবদবাণী প্রচারে।

 

বাণী প্রচারের লাগি, ভ্রমিছেন দেশে দেশে

          জাতি-বর্ণ  নির্বিশেষে, 

বিরামহীন,  ক্লান্তিহীন,  তাঁর  সেবা 

         বিশ্ব ইতিহাসে  করেছেন  কে বা ?

 নিতাই- গৌরের করুণার  আশ্রয়  আপনি  

           সকল ভক্তের  শ্রদ্ধারও শিরোমণি।

 বিশ্বব্যাপী  মহাপ্রভুর নির্দেশিকা পালনে ---

             দৈহিক ক্লেশকে বরণ করেছেন যতনে । 

নামহট্ট নাও - এর আপনি সুদক্ষ  কান্ডারী----- 

          পতিত জীবের উদ্ধারের  লাগি । 

গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন 

            দিব্যভাবে করেন নর্তন কীর্তন  ।

 জয় , জয়, জয়, কেবল উড়িয়েছেন জয়েরই পতাকা  

        তাইতো বলি গুরুদেব জয়পতাকা । 

কামদা একাদশীর পূণ্যলগনে  

       হয়েছেন আবির্ভূত  , 

জন্ম সার্থক করি 

              করেছেন নিজেকে  উদ্ভাসিত ।

তাই ভক্তেরা মিলে গাই

             আনন্দের সীমা নাই ,সীমা নাই ।

এই শুভদিনে বলতে চাই

       আপনার নৌকায় চাই ঠাঁই  ।

পতিত, অধম ,অসহায়  আমি,

       কেবল আপনারেই পিতা  বলে  জানি ,

       আমিই সেই উদ্ধারিনী ।           

 

 

        আপনার  কৃপাকাঙ্খী শিষ্যা

 

      উদ্ধারিনী শক্তি  দেবী দাসী

      ইস্কন , কোচবিহার। ।