*।।শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তু ।।*
ওঁ অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জণ শলাকয়া ।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
ইসকন প্রতিষ্ঠাতা আচার্য্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিশেষ কৃপাধন্য প্রাণপ্রিয় শিষ্য গৌর ধন জন , দয়ার সিন্ধু , কৃপা পারবার , শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা মূর্তি ,ইসকন জিবিসি মণ্ডলীর অন্যতম কর্ণধার এবং ইসকন গুরুবৃন্দের অন্যতম, পরমপূজ্য - ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরম পরিব্রাজকাচার্য্য অষ্টোত্তর শত বিশ্বনামহট্ট প্রচার মন্ত্রীবর শ্রী "শ্রীমৎ জয়পতাকা স্বামী " পরমারাধ্য গুরুমহারাজের একাত্তর তম ব্যাসপূজা ও পঞ্চাশ তম সন্ন্যাস বর্ষপূর্তি মহোৎসবে গুরুমহারাজের শ্রী চরণ কমলে অধমের নিবেদন-
গুরুদেব ,
মোর প্রাণমাঝে তব বাস ।
জনমে জনমে তব শ্রীচরণে
রাখো করি নিজ দাস।। ১।।
গুরুদেব ,
পতিতপাবন তুমি।
মো সম পতিতে পদ রজ দিয়া
করহ কৃষ্ণকামী।।২।।
গুরুদেব ,
তুমি গৌর-ধন-জন।
তব হৃদিমাঝে নিত্য নিরন্তর
হরিনাম সংকীর্তন।।৩।।
গুরুদেব ,
তোমার তুলনা নাই।
তব কৃপা বলে প্রেম লভে জীব
ভজে চৈতন্য নিতাই।।৪।।
গুরুদেব ,
করুণা করিলে দান।
প্রভু নিত্যানন্দ তোমার আনন্দ
গৌরহরি ধনপ্রাণ।।৫।।
গুরুদেব ,
মুঞি পতিত পামর অতি।
কৃপা কর মোরে সদা রহে যেন
তব শ্রীচরণে মতি।।৬।।
গুরুদেব,
তুমি বড় কৃপাময়।
উদ্ধারিলে জীব হরিনাম রসে
দুঃখ ক্লেশ নাহি রয়।।৭।।
গুরুদেব,
এ অধমের অভিলাস।
অহৈতুকী ভক্তি শ্রীচরণে যাচে
বেণু শ্যামসুন্দর দাস।।৮।।
-ভক্ত দাসানুদাস
বেণু শ্যামসুন্দর দাস
ইসকন কোচবিহার