শ্রীল গুরুমহারাজ,70 তম ব্যাসপূজা উপলক্ষে পতিত পাবন শ্রীল গুরুমহারাজ এর চরণে সামান্য নিবেদন ।
শ্রীল গুরুমহারাজ, আমেরিকার উইস্কনসিন এর মিল ওয়াকিতে ।
উনপঞ্চাশের এপ্রিল মাসে আসেন ধরণীতে ।।
কামদা একাদশীর পুন্যলগ্নে আবির্ভাব যার ।
সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা করিলেন প্রচার।।
শৈশবে নম ছিল গর্ডন জন ।
প্রভুপাদের জয়পতাকা গৌর ধন জন।।
বুদ্ধের কাহিনি শুনে আকর্ষণ বাড়ে ।
বিষ্ণুর অবতার তারে প্রভাবিত করে।।
এ সবের পরেও যখন মন নাহি ভরে ।
অবশেষে শ্রীল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করে।।
আমেরিকায় চলছিল স্বর্ণের যুগ ।
কীর্তন মহা প্রসাদ আহা কি আনন্দ সুখ।।
কিছুদিন পরই মনট্রিয়েল মন্দিরে।
হরি নাম দীক্ষা পান শ্রীল প্রভুপাদের বরে।।
তারপর ব্রাহ্মন দীক্ষা সম্পন্ন হয়।
জীবের তরে প্রভু সন্ন্যাস লয়।।
কৃষ্ণভাবনা প্রচারে ভারতে আগমন।
জয়পতাকা স্বামী মোর গৌর প্রাণ ধন।।
নামহট্টের প্রচারে আচার্যপাদ নানা দেশে যায় ।
বদ্ধ জীবের লাগি আচার্যপাদ নিতাই প্রেম বিলায়।। নিতাইয়ের করুণা ধারা নাম হট্টের প্রকাশ।
জিবিসি বর্গের তুমি অন্যতম রাশ ।।
শ্রীল প্রভুপাদের সেনাপতি শ্রীল জয়পতাকা স্বামী ।
তোমার মহিমা গাইতে অতি দীন আমি।।
না জানি গো পূজা পাঠ না জানি কীর্তন।
কৃপা করো মোরে তুমি ওহে গৌর ধন জন।।
না জানি পরিপাটি না জানি ভক্তি ।
কৃপা করো গুরু দেব দাও মোরে শক্তি।।
এইবার করুণা করো এই অভিলাষ জনমে জনমে হই যেন ভক্ত গনের দাসের অনু দাস।
-তপু দে ।