ওঁ বিষ্ণুপাদ্ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ,দিব্য ৬৯ তম ব্যসপূজার এই দুর্লভ লগ্নে আপনার এই পারমার্থিক সন্তানের প্রণাম কৃপাপূর্বক স্বীকার করুন। আপনার শ্রীচরণে এই অভাগার ব্যক্তিগত নিবেদন। তব পদছায়া ........... শরণাগতি কি ব্যাপার আমার তো নেই জানা, তোমায় দিতে নারি গুরু আমি ভক্তির ডালা। কত জন্মের দুর্বাসনা যে হৃদে মাঝে মোর, বুঝতে নারি গুরু আমি নিতান্তই অবোধ। সাধু-শাস্ত্র-তব বাক্য সবই মিলে যে প্রচূর, মূর্খ আমি করিনা গুরু এতটুকু আদর। কিভাবে যে বুঝবো আমি ভক্তির বিষয়? সদাই নিই আমি গুরু মায়ারই আশ্রয়। এমনই প্রবঞ্চক আমি সদাই যে বাতুল, ভক্তি ছাড়ি গুরু আমি করি শুধু ছল। সত্য,শৌচ, দয়া, তপ লেশমাত্র নেই, কেমনে ঘুচিবে মোর গুরু এই তাপত্রয়? অনেক ভেবেছি আমি যে অনেক কল্পনা, তথাপি পাইনি গুরু আমি সুরাহা এককণা। প্রতিক্ষণে, প্রতিদিনে দেন যে যে মন্ত্রণা, পালন না করে গুরু বাড়াই শুধু যন্ত্রণা। সাধন-ভজন ভুলে করি যে আমি হেলা, এভাবে গুরু অন্ত হবে মোর জীবনভেলা? নিজবলে যদি করেন মোরে একটু দয়া, অধম এ বিনোদে গুরু পাবে তব পদছায়া। ...
ব্রজবিহারী বিনোদ দাস