।।"নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিনে "।।
হে পরম আরাধ্য গুরু মহামহারাজ,
এই যে আসছে কামদা একাদশী তিথি, এইতিথি আপনার ৭২ তম আবির্ভাব তিথি। তাই এই শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসবে আমি আপনার মতো মহান ব্যাক্তির গুণ মহিমা কীর্তন করার সুযোগ লাভ করেছি। আপনার মহিমা অপার, যা বলে শেষ করা যায়না ।আমার মতো অধমের কোনো যোগ্যতা নেই আপনার গুণ মহিমা কীর্তন করার।আপনি হচ্ছেন পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিজজন। শ্রীল প্রভুপাদ এর একজন প্রিয় একনিষ্ঠ সেবক। আপনার প্রতিটি সেবার দৃষ্টান্ত সবাইকে অনেক বেশি আকৃষ্ট করে। আপনি সবসময় আমাদের মতো বদ্ধজীবদের কিভাবে পারমার্থিক পথে অগ্রগতি হবে সেই সহায়তা করে চলেছেন নিরন্তর। গুরুদেব আপনি হচ্ছেন উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিটি মুহূর্তে কিভাবে আমরা কৃষ্ণভাবনামৃত হয়ে থাকবো তা আপনার কাছে থেকে শিক্ষা লাভ করেছি ।
মন্ধবুদ্ধি আমি ,আপনার শ্রীচরণে নিত্য অপরাধী ।হে গুরুদেব আমি আধ্যাত্মিক দিক থেকে অনেক দুর্বল।আপনি আমায় আপনার অহৈতুকী কৃপা করুন যাতে আমি সবসময় কৃষ্ণ সেবা এবং আপনার সেবা করতে পারি । শ্রীল প্রভুপাদ এর মিশনে যেনো আপনাকে সাহায্য করতে পারি ।
আমি আমার কৃত অপরাধগুলির জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনার শ্রীচরণকমলে ।গুরুদেব আমি যেন সবসময় চারটি নিয়ম পালন করতে পারি এবং সবসময় কৃষ্ণচেতনাময় হয়ে থাকতে পারি এই আশির্বাদ কামনা করি আপনার এই শুভ ব্যাসপূজা মহোৎসবে।
ইতি,
আপনার অধম পতিত পারমার্থিক কন্যা আহ্লাদীনি রাই দেবী দাসী
আসানসোল, পশ্চিম বর্ধমান, ভারত।