গুরু গৌরাঙ্গ জয়তুঃ
---------------------
প্রিয় পরমারাধ্য গুরুমহারাজ,
শ্রীল প্রভুপাদের জয় হোক।অাপনার মহিমা মহিমান্বিত হোক।অাপনার সম্পর্কে লিখার মতো কোন শব্দ অামার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে নেই। তবুও লিখার দূরসাহসিকতা প্রকাশ করছি।
অাকাশের বিশালতা যেমন ক্ষুদ্র কিছুর দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, তেমনি অামার দ্বারা অাপনার মহিমা গুনকীর্তন করা হাস্যকর।সূর্যের কিরন যেমন সমস্ত অন্ধকার দূর করে অালোর শিখা প্রোজ্জ্বল করে, তেমনি অাপনি কলিহত অামার মতো অদমদের অন্ধকার স্বরূপ মায়া দূর করে অালোর পথ দেখাচ্ছেন।
নিত্যানন্দ প্রভুর কৃপা অকাতরে বিতরণ করছেন।অাপনি সকলের হৃদয়ে বিরাজমান, প্রতিটি মুহূর্তে নির্দেশনা দিচ্ছেন একজন অাদর্শ পিতা হয়ে। অামার মতো অদমকে কৃপা করেছেন যা অামার কাছে বিস্ময়কর মনে হয়।অামার কোন যগ্যতা নেই,তবুও যগ্যতা বিচার না করে এই মানশূণ্যকে মান দিয়েছেন। ভগবান শক্তিদাতা,অার অাপনি সেই শক্তির খোরাক।
জানেন গুরুমহারাজ যখনি কোন মায়া অাক্রমণ করে, মনের গভীরে অন্ধকার অাচ্ছন্য হয় তখনই অাপনার কোন মহিমা, প্রবচন,কোন নিত্যকথা বা প্রচারের কোন ঘটনা অমাদের সাহস ও শক্তির অনুপ্রেরণা প্রদান করে। যখন অামরা গ্রন্থ প্রচারে বের হই তখন অামরা ভগবান ও অাপনার উপস্থিতি অনুভব করি। অামাদের শয়ন বা জাগরণে, অাপনার শারীরিক অসুস্থতায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও অাপনি অামাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। একজন পিতা যেমন তার সন্তানদের ছায়ার মতো অাগলিয়ে রাখেন, অাপনি তার দৃষ্টান্ত।
বাসনা করি শত কোটি কোটি জন্মেও যেন অাপনার মতো কৃপালু গুরুদেবের চরণাশ্রয়ে থাকতে পারি।
যানেন গুরুমহারাজ অামার অবুঝ মন একটি শিশুর মতো বায়না ধরেছে যেন অাপনার সহস্তে এক সেট ভাগবতম গ্রহণ করতে পারি,যানিনা এই বাসনাটা পূরণ হবে কি না!!!
অাপনার মঙ্গল কামনা করি।
অাপনার চির শুভাকাঙ্ক্ষী,
"শান্তিদাতা গৌরহরি দাস"