Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Triptimayī Jāhnavī devī dāsī (Mayapur - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।

হে আমার পরমারাধ্য গুরুদেব  কৃপা করে আমার সশ্রদ্ধ  ভক্তিপূর্ণ  প্রণাম গ্রহন করবেন । হে পতিত পাবন গুরুমহারাজ  , আপনার অপার করুনায় আমি আজ যে স্থনে রয়েছি , আমি আমার  এ জীবনে  হয়তো  কখনই এখানে আসতে পারতাম না । গুরুমহারাজ   আপনি সত্যি  করুনার মূর্ত বিগ্রহ । আজ আমি কোথায় থাকতাম ,  গুরুদেব আপনি আপনার অহৈতুকী কৃপা প্রদর্শন করে ওই নর্দমা  থেকে তুলে এনে ,আমাকে নতুন জীবন দান করেছেন । গুরুমহারাজ আমি আপনার অধ্ম সন্তান । আমার কোন যোগ্যতা নেই আপনার মতো  আধ্যাত্মিক পিতার  সন্তান হবার । কিন্তু আপনি করুনা করে সেই যোগ্যতা আমাকে প্রদান করেছেন । আমি যখনই  কোন বিষয়ে বিভ্রান্ত হয় , আপনি তখনি  আমার আন্তঃস্থল থেকে আমাকে সঠিক বুদ্ধি  প্রদান করেন  । তাই আজ আমাকে কৃপা করে শ্রীধাম মায়াপুরে স্থান দিয়েছেন , আপনার সেবা করার সুযোগ প্রদান করেছেন  । গুরুমহারাজ আমাকে কখনো আপনার  সেবা আশির্বাদ থেকে  বঞ্চিত করবেন না । গুরুদেব আমি আপনার সেবা  আশির্বাদ ব্যতিত আমার জীবন মৃত প্রায় হয়ে যাবে । গুরুদেব আমাকে আশির্বাদ করুন , যেন আমি সর্বদা আপনার চরন অনুসরন করে    শ্রীল প্রভুপাদের সেবায় আপনাকে সাহায্য করতে পাড়ি ।                                                            

 

গুরুমহারাজ  আপনি ভগবান  প্রেরিত দূত , ভগবানের প্রতিনিধি , শ্রীল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য । তাই  ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভূর কৃপায়  , আমার মত পতিত কে  উদ্ধার করবার জন্য  আজকের এই শুভ দিনে আপনি পতিত পাবন হয়ে এই ধরাধামে আর্বিভূত হয়েছিলেন ।

 

আজ  আপনার ৭২তম শুভ আবির্ভাব তিথী ।

আমাদের জীবনে এনেছে সুখের  আলোর জ্যোতি ।।

এ সুখের সোঁয়া হয়ে উঠুক পরশমনি ।

জনমে জনমে মোর গুরুদেব জয়পতাকা স্বামী ।।

 

 এই শুভ মঙ্গলময় দিনে  আমি আপনা রাতুল চরনে  আমার হৃদয়ের আন্তঃস্থল থেকে  এই প্রার্থনা জানাই ,  যেন আমি আমার জীবনের অন্তিম  সময় পর্যন্ত  শ্রীল পভুপাদের এই দিব্য আন্দোলনে আপনার সেবাতে যুক্ত থাকতে পাড়ি ।

 

ইতি

আপনার অধম কন্যা

তৃপ্তীময় জাহ্নবী দেবী দাসী