অজ্ঞানের তিমিরে ভবার্ণবে পড়ে
নিয়ত ডুবি ভাসি কৃষ্ণ দাস্য ভুলে
মুর্খ জীবের এ হেন দুঃখ দেখে
কৃষ্ণ আবির্ভূত হন গুরুরূপ ধরে।
ভব সাগরের কান্ডারি শ্রীল জয়পতাকা স্বামী
আবির্ভূত হলেন পতিত জীব উদ্ধারের লাগি।
নিতাই কৃপা বিতরণে নাই ভেদাভেদ তাঁর
শত শারীরিক অসুস্থতায়ও কেবল প্রচার আর প্রচার
ভুলে যাও ক্ষমা করে দাও এই আদর্শ যাঁর
আমি অধম এক নগন্য শিষ্যা তাঁহার
নির্দ্বিধায় ক্ষমা করেছিলেন নিজ প্রাণঘাতকে
নিতাই যেরূপে ক্ষমা করেছিলেন জগাই মাধাইকে
এমন অনন্ত গুণমহিমা বর্ণনাতীত যাঁহার
জন্মে জন্মে প্রভু হও এই প্রার্থনা আমার
শ্রীল প্রভুপাদ সন্তুষ্টি চিন্তা করছো অনুক্ষণ
কৃপা করে সেবায় নিয়োজিত করো মোরে তব ইচ্ছা মতন।
কৃপা প্রার্থী
প্রিয়াতমা বৃন্দাদেবী দাসী (দীক্ষা শিষ্যা,বাংলাদেশ)