শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।
হে আমার পরম পূজ্য পিতা , আমার সশ্রদ্ধ প্রনতি গ্রহন করুন । আপনার মহিমা বর্ণনা করার কোন যোগ্যতাই আমার নেই । তবুও আপনার শুভ আর্বিভাব তিথীতে কিছু লেখার ইচ্ছে পোষন করছি কৃপা করে আমাকে শক্তি প্রদান করুন ।
গুরুমহারাজ গত এক বছরের মধ্যে আমি আমার পিতা এবং শাশুড়ী মাতাকে হারিয়েছি যারা আমার আধ্যাত্মিক জীবনে পূর্ন সহায়তা প্রদান করতেন । এখন আমার জীবনে আপনিই হচ্ছেন একমাত্র বল । আপনার অপার করুনার ফলে ভক্তি জীবনের যাত্রা শুরু করেছিলাম । এই যাত্রার শেষ টুকুও আপনার ছত্র ছায়ায় থেকে কাটিয়ে দিতে চায় । এই যাত্রা পথে যে কদিন বাচঁবো যেন কায় , মন , বাক্য দিয়ে আপনার সেবা করে যেতে পারি । কারন আমার এই তুচ্ছ জীবনটাও আপনার অশেষ কৃপার দান । এই জীবনটা যদি আপনার সেবায় নিয়োজিত করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো । তার জন্য আমাকে পথ দেখান । আপনার দেয়া উপহার আমার ব্যক্তিগত উপলব্ধি টুকুই আমার বেঁচে থাকার একমাত্র প্রেরনা । কৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই সব সময় যেন আপনার আনুগত্যে থেকে সেবা করে যেতে পারি । কখনো যেন আপনার কষ্টের কারন না হয় ।
সর্বশেষে আমাকে এই আশির্বাদ দিন যাতে আমি একজন আদর্শ মাতা , আদর্শ পত্নী , এবং সর্বোপরি আপনার একজন আদর্শ আধ্যাত্মিক কন্যা যাতে হতে পারি ।
আপনার আধ্যাত্মিক কন্যা
শান্তিরুপিনী রাধা দেবী দাসী