প্রিয় গুরুদেব,
আপনার শ্রী পাদপদ্মে আমি সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি নিবেদন করছি।আপনার ব্যাসপূজা মহোৎসব আমার খুব আনন্দের দিন। বছরের এই দিনটির জন্য আমি মুখর হয়ে থাকি। আমি সম্পূর্ণ অযোগ্য, অধম, অজ্ঞ হলেও আমাকে কৃপাপূর্বক আপনার সন্তান রূপে গ্রহণ করার আমি কৃতার্থ। সমগ্র পৃথিবীতে আপনার দৃপ্ত প্রচার আন্দোলন, শত বাধা-বিঘ্ন তুচ্ছ করে জগতে কৃষ্ণভক্তি প্রচারে যে দৃঢ় ব্রত আপনি ধারণ করেছেন তা আমাকে বিমোহিত করে। আমার হৃদয়ে এক অনন্য শক্তির সঞ্চায় হয় আপনার মহিমা শ্রবণে। মায়াপুর রূপকার, গৌড়মন্ডল ভূমিতে প্রচার, গৌড়ীয় সমাজের মধ্যে সুসম্পর্ক স্থাপন, নিত্যানন্দের প্রাণস্বরূপ নামহট্টের পুনঃজ্জীবিকরণ, সকলের সুহৃদ, পতিতপাবন হে গুরুদেব আপনি অতুলনীয়। আপনার কৃপাবিনা এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, গৌরপ্রেম বঞ্চিত হয়ে জীবসকল হাহাকার করবে।
হে কৃষ্ণ, তোমার নিকট আকুল মিনতি করছি তুমি আমার গুরুদেবকে ব্যাধির যন্ত্রণায় বিদ্ধ করবে না। শত ব্যধি, শত যন্ত্রণা তুমি আমার প্রদান কর।
হে গুরুদেব, আমি যেন সর্বদা আপনার সেবার আত্মনিবেদিত থাকি, আপনার নিকট যে সকল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তা যেন যথার্থ ভাবে পালন করতে পারি, বিন্দুমাত্র হলেও কৃষ্ণভক্তি প্রচারে আপনাকে সাহায্য করতে পারি এই আর্শিবাদ প্রদান করুন। গুরু মহারাজ আমি আপনাকে ভালবাসি । আমার হৃদয়ে সতত আপনার গুণমহিমা আন্দোলিত হোক আপনার রাতুলচরণে এই মোর অভিলাষ।
নিবেদক-
আপনার সেবক
কানাই প্রেম দাস (দীক্ষিত শিষ্য)
বগুড়া, বাংলাদেশ