Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Aparājita Devakī devī dāsī (Khulna - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

 

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

 

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

 

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

 

 

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

 

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

 

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

 

নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

প্রিয় গুরুমহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল প্রভুপাদের জয় হোক! পতিতপাবন গুরু মহারাজ, আপনার জয় হোক! আপনার ৭২-তম ব্যাসপূজা মহামহোৎসব জয়যুক্ত হোক!

আপনার সাথে প্রথম দেখা হয়েছিল ২০০৮ সালে , খুলনা গল্লামারী ইসকন মন্দিরে। আপনি সহ ১৫০ জন শুদ্ধ ভক্তের দর্শন হয়েছিল সাফারী প্রোগ্রামে। আপনার শ্রীমুখে প্রবচন শুনেছিলাম । তখন তো জানতেই পারিনি আপনি এতোই কৃপাময়!

ওহে আমার প্রানপ্রিয় গুরুমহারাজ,

স্বপ্নেও ভাবিনি জীবনের এতো সুন্দরতম রাস্তা আমাদের জন্য আছে! আপনার  দেখানো পথে এসে ভাবতে শিখেছি ,কেন জীবনের এতোগুলো বছর নষ্ট করলাম!

হে আআমার পরমারধ্য গুরুমহারাজ,

  ২০১৩ সালের রথ যাত্রার দিন প্রসাদ পেতে শুরু করি, তাও পরিবারের সকলে মিলে একই সঙ্গে। আপনার করুনা এতোই আমার উপর যে ২০১৬ সালের ১৫ আগষ্ট রাধা মাধবের ঝুলন  যাত্রার পুন্যতিথীতে আপনি কৃপা করে এই অযোগ্য কন্যাটিকে হরিনাম দীক্ষা দেন। একই সালের দীক্ষার ২.৫ মাস পরেই একতলা ছাদ থেকে আমি পরে যাই । ২টি শিউলি ফুলের জন্য! যখন নিচে পরে গিয়েছিলাম মনে হচ্ছিন আমি কোন তুলার গদির মধ্যে পরেছি। পরে মনে হচ্ছিল কোন অপরাধের জন্য কৃষ্ণ আমাকে ফেলে দিয়েছেন।  আর গুরুদেব কৃপা করে আমাকে ধরেছেন ।

হে আমার পূজনীয় গুরুমহারাজ,

শুধু নিজের কথাই বলে বলে পৃষ্ঠাখানা ভরে ফেললাম। আপনার মতো কোমল হৃদয়ের গুরুদেব পেয়ে জীবনের কোন পাওয়াই আর অপূর্ণ নেই। আপনার শারীরিক অসুস্থতার জন্য কিছুই করতে পারিনি। আপনার অপারেশনের আগে থেকে শুরু করে অজ অব্দী শারীরিক সুস্থতার জন্য কমপক্ষে একমালা জপ করি। আপনার কাছে আমার প্রার্থনা জন্মে জন্মে যেন আপনার সেবা করার সুযোগ পাই।

হে সরল পিতা,

কৃষ্ণের হাতের বাঁশি সরল ও ফাঁকা । তাইতো কৃষ্ণ এই বাঁশিকে সর্বক্ষণ মুখের অমৃত পান করান। আমার গুরুমহারাজও সেইরূপ সরল। এই কারনেই তিনি দৈহিক শত কষ্টের সত্ত্বেও প্রতিটি ভক্তের বাড়িতে যান, তাঁদের খোঁজ খবর নেন এবং আশীর্বাদ করেন। এমন গুরুমহারাজের সঙ্গ কে না কামনা করেন! এই কারনেই ভগবানের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের পরম পিতাকে দীর্ঘায়ু করেন।

হে শ্রেষ্ঠ মহামানব,

জীবনে আপনাকে পেয়ে আমি নিজেকে ধন্যাতিধন্য মনে করি। আমি যতদিন বাঁচব ততোদিন যেন আপনার শীতল ছায়াতে থাকতে পারি আর আপনার গুনগান করতে পারি।

হে শ্রীল প্রভুপাদের প্রিয় শিষ্য,

আপনার গুনগান করার সাধ্য বা যোগ্যতা কোনটাই আমার নেই। আপনার কৃপাতেই আপনার মহিমা বলা সম্ভব। আমার ভুলগুলো নিজগুনে মার্জনা করবেন গুরুদেব। আপনার কৃপাই জীবনের একমাত্র সম্বল ।

 

আপনার অযোগ্য কন্যা,

অপরাজিতা দেবকী দেবী দাসী (দীক্ষা)

খুলনা, বাংলাদেশ।