নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নম আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে
নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিনে।।
হে পরমপূজনীয় আচার্যপাদ,
কৃপাপূর্বক আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার ৭২তম শুভ আবির্ভাব তিথিজয়যুক্ত হোক।
হে পিতা,
আমি আপনার অযোগ্য সন্তান হওয়ার শর্তেও আপনি আমাকে আপনার চরনে স্থান দিয়েছেন।এজন্য আমি নিজেকে ধন্য মনে করি ।কিন্তু আমি আপনার এতটাই অযোগ্য সন্তান যে,আপনার নির্দেশ ও ঠিক মত পালন করতে পারি না।
হে আমার পরম আরাধ্য গুরুদেব,
আমার এই জন্ম তখনই পূর্ন হয়েছে যখন আপনি আমাকে আপনার শ্রীচরন কমলে স্থান দিয়েছেন।কিন্তু আমিএতটাই অধপতিত ও নির্কৃষ্ট যে ,আমি আপনার অশেষ কৃপাটা বুঝতে পারি না।তাই আমি আপনার শ্রীচরন থেকে দূরে চলে যাই।আর তাই মাঝে মাঝে আমার মধ্যে অনেক খারাপ চিন্তা আসে ।এসব খারাপ চিন্তা থেকে আমি মুক্তি পেতে চাই।এজন্য গুরুদেব আপনি আমায় কৃপা করে করুণা করুন যাতে আমার মনের এই অযাচিত অনর্থক দূর করতে পারি।
আপনি আমায় কৃপা আর্শীবাদ করুন গুরুদেব,যেন প্রতি জন্মে আমি যেন আপনাকে আমার গুরুদেব হিসেবে পাই।আর আমার মৃত্যুার আগ পর্যন্ত যেন আমি ,পতিদেব ও সন্তানদেরকে নিয়ে সর্বদা আপনার সেবা করে যেতেপারি ।আর সবসময় আমার মন যেন আমার শ্রীচরন কমলের প্রতি আসক্ত থাকে ।
আপনার অযোগ্য চরনআশ্রীত কন্যা,
প্রিয়াংকা শীল
লন্ডন