Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rabin Talukder (London - East - United Kingdom)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে 
শ্রীমতে জয়পতাকা স্বমীনিত্তি নামিনে।
নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামধায় নগরগ্রাম তারিনে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামী নিতি নামিনে।
নমস্তে সরস্বতে দেবে গৌরবানী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশ তারিনে। 

হে পরমপূজনীয় আচার্য্যপাদ, কৃপা করে আমাদের সশ্রদ্ধ প্রণতি গ্রহন করুন । শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার ৭১তম শুভ আবির্ভাবতিথি জয়যুক্ত হোক ।
হে পতিত পাবন গুরু মহারাজ 
আপনি আমাদের জীবনে আশ্রয় দান করে আমাদের জীবন ধন্য করেছেন । আমাদের কোন রকম যোগ্যতা নেই । জাগতিক জগতের ইন্দ্রিয় তৃপ্তির প্রতিযেগিতায় আমরা যখন ক্লান্ত ও অবষন্ন হয়ে পরেছিলাম  ঠিক মহা দাবাগ্নি নির্বাপনকীরী হয়ে আমাদের জীবনে আপনার আবির্ভাব ঘটে। আমাদের জীবনে আপনার আবির্ভাব আমাদের দূর্যোগপূর্ন জীবনের আকাশে এক উজ্জ্বল নক্ষএের মত। 
শিষ্য সমূহের মাধ্যমে আমাদের জীবনে কৃষ্ণভাবনামৃতে আলো নিয়ে এসেছে।

হে প্রভুপাদের যোগ্য সৈনিক - আপনি আপনার গুরুদেবের আদেশ পালনে সদা সর্বদা সক্রিয় রয়েছেন। আপনার জীবনে এত মাএায় শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনার প্রচার কার্য এতটুকু থেমে থাকেনি, বরং দ্বিগুন গতিতে ছুটে চলেছে । কোভিড-১৯ মহামারীতে সারা বিশ্ব স্মভিত ছিল সকলে যখন প্রচার কার্য নিয়ে চিন্তিত তখন আপনি জুম এর মাধ্যমে প্রতিদিন দর্শন দান, সান্ধ্যকীলীন প্রবচন পরিক্রমায় অংশগ্রহন  মিটিং - এ যোগদানসহ সারা বিশ্বের ভক্তদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন । আপনার এই নিরলস কৃষ্ণভাবনা প্রচীরকার্য কোন সাধারন ব্যক্তি দ্বারা সম্ভব নয়।

হে পরমারাধ্য গুরুদেব -
আপনি পতিতপাবন ! আমাদের পারমার্থিক কোন যোগ্যতা নেই বা ছিলনা। আপনার সান্নিধ্যে এসে আমরা ভক্তি জীবনের প্রতি অধিক গুরুত্ব আরোপের চেষ্টা করছি । আপনার প্রচার কার্যের অংশ হিসেবে আমরা ২০১৩ সাল থেকে বাংগালী ভক্তি বৃক্ষ প্রোগ্রাম শুরু করি যা এখন ব্যাপক প্রসার পাচ্ছে। 

পরমার্থিক পিতা -
আপনার মহিমা কির্তনের বা মহিমা বর্ননের কোন যোগ্যতা আমাদের নেই । সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে আপনার অবদান চিন্তাতীত। সকলের প্রতি আপনার স্নেহ ও ভালবাসা পৃথিবী জুড়ে আরো ব্যাপকভাবে ছরিয়ে পরছে । আপনি প্রভুপাদের যোগ্য প্রতিনিধি হিসেবে যেভাবে প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন তা ইতিহাসে “বিজয় পতাকা” হিসেবেই চিহ্নিত থাকবে , যা হাজার হাজার বছর ধরে সকলের স্মরনে থাকবে | আপনি আমাদের আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন জীবনের শেষদিন অবধি আপনার প্রচার কার্যে সক্রিয় থাকতে পারি । 

আপনার আশ্রিত পুএ ও কন্যা 
রবীন তালুকদার
নন্দিতা তালুকদার
যুক্তরাজ্য