গান, যদি তুমি না হইতে
যদি তুমি না হইতে, তবে কি হইত ,
কি হইত গতি।
আমার মত, কোটি কোটি জীবের
তুমিই পরম শক্তি।। (৪)
তোমার প্রতি নিঃশ্বাসে পায়,
পৃথিবী ও শক্তি।
বায়ু আজ বইছে কত,
নির্মল আর স্বস্তি।। (৮)
পাপী -তাপী চন্ডাল যত,
করো না নিরাশ।
তোমার ভালোবাসার ছায়াতলে
দাও যে নিবাস। (১২)
বৃহৎ এক নগরী তুমি,
মায়াপুর গড়িলে।
ভক্তিবিনোদ ঠাকুরের বাণী,
সার্থক করিলে।। (১৬)
শ্রীচৈতন্যের বাণী প্রচারে,
এত দৃঢ়নিষ্টা।
মৃত্যু এসে বারে বারে
করেছে ব্যর্থ চেষ্টা।। (২০)
তোমার একটু চাওনি যেন ,
এ জগতের শান্তি।
পরম উল্লাসে ঘুচে যায়,
হৃদয়ের সব ক্লান্তি।। (২৪)
নিতাই কৃপা প্রদায়িনণে,
জয়পতাকা স্বামী।
আমার গুরুদেব পরম পিতা,
তুমি অতি দামি।।(২৮)
তোমার একটু ভালোবাসায়
হৃদয় স্নিগ্ধ হয়।
পরম আবেশে সারা জীবন
তাহা যেন রয়।। (৩২)
ও হে জয়পতাকা, জয়পতাকা,
আমার প্রাণের স্বামী।
আমার হৃদয় সিংহাসনে,
বসত করো তুমি। (৩৬)
বাধা -বিঘ্ন যত আসে,
তোমার জীবনে।
করজুড়ে স্তুতি করে,
পালায় গোপনে।। (৪০)
তোমার ত্যাজে দশদিক কাঁপে,
কাঁপে থরথর।
তোমার উপস্থিতি কাম্য,
কলি থাকবে যত।। (৪৪)
কোন কার্য নেই তোমার,
এ জগৎ মাঝে।
বদ্ধ জীবের দুঃখ হরিতে,
এলে নতুন সাজে।। (৪৮)
মহাপ্রভুর লীলা বলে,
করো তুমি ক্রন্দন।
মাঝে মাঝে হুংকার দিয়ে,
কর ও গর্জন।। (৫২)
গৌর প্রেমে বিভোর হয়ে,
গৌর গৌর বল।
কে ভালো কে মন্দ
বিচার নাহি করো।।( ৫৬)
ছিলে তুমি শিল্পপতির,
কোটিপতি ছেলে
কৃষ্ণের টানে সবকিছু
এলে তুমি ফেলে।। (৬০)
রোদ ,বৃষ্টি, ঝড় তুমি,
সবকিছু সহে ।
রড সিমেন্ট এনেছ কত
বাইসাইকেল বয়ে।। (৬৪)
কৃষ্ণের মাত্র কিছু টাকা,
করিতে সংরক্ষণ।
নিম্নমানের বিমান কত,
করেছ অবতরণ। (৬৮)
ললিতা সেবিতা দাসীর ,
প্রণাম রাশি রাশি
হয়ে তোমার চরণ দাসী
যেন আমি মাসী।।( ৭২)