আমার গুরুদেবের মত এমন দয়াল
আমি কোথাও পাইনি,
এত কষ্ট কেউ সহে নি।
আমার সকল অপরাধ, সকল দন্ড ক্ষমা করে তুমি
আমার কাছে এসেছিলে,
নবজীবন মোরে দিয়েছিলে
তোমার এত করুণা, এত দয়া
অযোগ্যোরে দিয়েছ ছায়া,
তোমার অহৈতুকি মায়া।
কষ্ট থাকুক হাজার হাজার
নিত্য তোমার সেবা আর প্রচার,
হরিনামে করেছ বিশ্ব জয়
এত উদার তোমার হৃদয়।
তোমার মত এমন পিতা যার,
দুঃখ তার কোথায় আর
সুখ নিত্য সখী তার।
জানি আজও কৃষ্ণের কাছে
কাঁদো তুমি আমারে বাঁচাতে,
আর আমি সব ভুলে থাকি
বিষয়েতে মত্ত থাকি।
এমনই সন্তান তোমার আমি,
কীটের চেয়েও অধম পাপী
সদা মিথ্যাবাদী।
এই নিবেদন তব চরণে
সেবি যেন তোমায় আমি প্রতিটি ক্ষণে।
ছাড়িয়া সকল বিষয় বাসনা
মায়া যেনো মোরে আর বাঁধে না।
রেখো তোমার চরণে সদা
এই মিনতি করে অধম জয়প্রদা।