নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
হে গুরুমহারাজ আপনি শ্রীল প্রভুপাদের সুযোগ্য শিষ্য। আপনি কায়মন বাক্যে সম্পূর্ণরূপে শ্রীল প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছেন। আজ আপনার কৃপা ফলে সমগ্র পৃথিবী জুড়ে কৃষ্ণভাবনার প্লাবন ছড়িয়ে পড়েছে। শ্রীমন মহাপ্রভুর বাণী আজ স্বার্থক –
“পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচার হইবে মোর এই নাম ।।”
অনন্ত গুণে গুণান্বিত আপনি । আপনার যে বিশেষ গুণটি আমার হৃদয়কে স্পর্শ করে তা হল দয়াল মনোভাব । যে কোনো পরিবেশকে আপনি মহানুভব গুণাবলীর মাধ্যমে আধ্যাত্মিকতায় ভরিয়ে দেন।
আমার দৃষ্টিতে আপনি দয়ালু পিতা, আপনি অদোষদর্শী।
“বৈষ্ণবের গুণগ্রাহী না দেখয়ে দোষ।
কায় মন বাক্যে করে বৈষ্ণব সন্তোষ ।।”
জটিল সভাসমূহ আপনার উপস্থিতি, কথন, দৃষ্টির মাধ্যমে অত্যন্ত সহজ ও সরলতায় ভরে উঠে।
হে গুরুদেব, আমি অত্যন্ত পতিত। আমাকে উদ্ধার করে আপনার পতিত পাবন নামটি স্বার্থক করুন। আপনার মতো পিতা/গুরু পেয়ে আজ আমি গর্বিত। আপনার চরণ কমলে ধূলিকণা হিসেবে আমাকে স্থান দিন।
বহু জন্ম জন্মান্তর ধরে মায়ার লাথি খেতে খেতে আজ আমি ক্লান্ত । আমার ভরসা এখন আপনি ।
এখন আমি বুঝতে পারছি গুরু ও কৃষ্ণ ছাড়া আমি মূল্যহীন।
আমি যেন শ্রীল প্রভুপাদের মিশনে আপনাকে বাণীসেবায় সহযোগিতা করতে পারি আপনি আশির্বাদ করবেন।
ইতি
আপনার অযোগ্য শিষ্য
পন্ডিত গদাধর দাস