শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।
হে আমার পরমারাধ্য গুরুমহারাজ আপনি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ন প্রনাম গ্রহন করবেন।আমি আপনার এক অতি নগন্য সন্তান অতুল অচ্যূত দাস।গুরুমহারাজ আমি যখন কলির প্রভাবে এই মায়ার সংসারের অতল সাগরে তলিয়ে যাচ্ছিলাম ঠিক তখন আপনি করুনাপরবশ হয়ে আমাকে এই ভবসমুদ্রের মায়ার বন্ধন থেকে মুক্ত করেন ।শুধু তাই না গুরুমহারাজ আমি যখনই কোন কিছু ভুল করে থাকি তা ও আপনি অত্যান্ত করুনাপরবশ হয়ে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং অনেক সময় বিভিন্ন ভাবে তা আমাকে বুঝাতে চেষ্টা করেছেন আমি যে ভুল পথে হাটছি । আপনার ভালবাসা ব্যাতিত আমি অসহায় ।
যদি দয়া না কর পতিত দেখিয়া
পতিত পাবন তুমি কিসেরও লাগিয়া ।।
গুরুমহারাজ আপনি সত্যই পতিতপাবন । শুধু তাই না সত্যিকার অর্থেই আপনি করুণার মূর্ত বিগ্রহ প্রকাশ । আপনি কতভাবে আমার মত অধপতিত জীবকে শিক্ষা দিচ্ছেন তারপরও আমি সেই শিক্ষা গ্রহন করতে অসর্মথ ।তাই গুরুমহারাজ আজ আপনার ৭২তম ব্যাসপুজার পূন্য তিথিতে আপনার রাতুল রাঙ্গাচরন কমলে আপনার এই অধম সন্তানের বিনম্র নিবেদন আপনি আমাকে কৃপাআর্শিবাদ করুন আমি যেন সর্বদা শ্রীল প্রভুপাদ এবং আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন আমি শ্রীল প্রভুপাদের এই দিব্য সংগঠনের সেবা করে যেতে পারি । ইতি
আপনার অযোগ্য সন্তান
অতুল অচ্যুত দাস
গৌরনগর শ্রীধাম মায়াপুর