Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Susakhā Vasudhāma dāsa (Comilla - Jagannathpur - Bangladesh)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তুঃ

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভ‚তলে


শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা পদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিনে\

জয় শ্রীল প্রভুপাদ! জয় শ্রীল গুরুমহারাজ!

হে আমার পরমারাধ্য গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে আমার ভ‚লন্ঠিত দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন। কলিযুগ পাবনাতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীÑ

“পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।

সর্বত্র প্রচার হইবে মোর এই নাম\”

এই বাণীর স্বার্থক রূপকার এবং সারা বিশ্বব্যাপী কৃষ্ণভাবনার প্লাবন বয়ে দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীল প্রভুপাদের মনোভিলাষ পূরণার্থে আপনি যেভাবে শত শারিরীক প্রতিক‚লতার মধ্যেও নিরন্তর সেবা করে যাচ্ছেন এবং অন্যদের জন্য আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে উজ্জ্বল জ্বলন্ত ৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিচ্ছেন এবং শ্রীনিত্যান› প্রভুর কৃপাবারি বর্ষন করে জগতের অগনিত পতিত জীবকে ভব সমুদ্র থেকে উদ্ধারের দায়িত্ব গ্রহণ করেছেন তা সত্যিই অতুলনীয় এবং তা গৌড়ীয় বৈষ্ণব জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

হে পতিতপাবন গুরুমহারাজ, আপনার ৭২ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উপলক্ষে আপনার শ্রীপাদপদ্মে আর্শিবাদ প্রার্থনা করছি আমি যেন জন্ম জন্মান্তর ধরে আপনার পদকমলের আশ্রয়ে থাকতে পারি এবং আপনার কৃপাপ্রাপ্ত অনুগত বৈষ্ণবদের আনুগত্যে থেকে সেবা সম্পাদন করতে পারি।

হে পরম দয়াল গুরুমহারাজ, আমার মনুষ্য জন্ম স্বার্থক কেননা অযোগ্য হওয়া সত্তে¡ও অহৈতুকী কৃপাপরবশ হয়ে আমাকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় প্রদান করেছেন। তাই আপনার পাদপদ্ম যেন প্রতি জন্মে জন্মে বন্দনা করতে পারি এই প্রার্থনা করছি।

ওহে! গুরুদেব তব শ্রীচরণ

সেবি যেন আমি জনম জনম।

আপনার অযোগ্য সন্তান

সুসখা বসুধাম দাস

ইস্কন, শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির

জগন্নাথপুর, কুমিল্লা, বাংলাদেশ।