হে আচার্য্য হে গুরুদেব,
শ্রীল প্রভুপাদের অন্যতম প্রিয় অন্তরঙ্গ মহান শিষ্য, ইসকন ভুবনের বিজয়পতাকা স্বরুপ, করুণার প্রতিমূর্তি হে গুরুদেব মহান ব্যাসপূজা উপলক্ষে আপনার শ্রীচরণ পদ্মে জানায় প্রণতি।
আপনার অন্তরঙ্গ প্রিয় গুরুভ্রাতা শ্রীল ভক্তিচারু গুরুমহারাজ ও আপনার একটি কথোপকথনের লীলার কথা আমি একজন প্রভুর প্রবচনে শুনেছিলাম। শ্রীল ভক্তিচারু গুরুমহারাজ আপনার সম্পর্কে বলেছিলেন আপনি হলেন শ্রীল প্রভুপাদের সবচেয়ে প্রিয় সেবক কেননা শ্রীল প্রভুপাদ যেমন অনেক বার অসুস্থ হওয়ার পরেও মুমূর্ষু অবস্থায়ও প্রচার সেবা চালিয়ে গেছেন আপনিই একমাত্র সবচেয়ে বেশি সে আদর্শ ধারণ করে শত প্রতিকূলতার মধ্যেও সেই প্রচারব্রত চালিয়ে যাচ্ছেন ও সকলকে অনুপ্রানিত করছেন।
হে গুরুদেব,
শ্রীল প্রভুপাদের ইসকন ভুবনে সময়ের আবর্তনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও যেন এ মহান সংস্থা হতে দূরে সরে না যায় এবং সকলের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে প্রচার কার্যক্রমে ভূমিকা রাখতে পারি সেই কৃপাকরুন গুরুদেব। আর আপনাদের এ মহান আত্মত্যাগ শ্রীল প্রভুপাদের প্রতি, তা যেন আমার হৃদয়ে সদাই জাগ্রত থাকুক এবং কৃতজ্ঞপূর্ণ হৃদয়ে প্রচারের জন্য যেকোনো ধরনের ঝুঁকি নিতে পারার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি সেই কৃপা করুন।
পরিশেষে আপনার শ্রীযুগল চরণে জানায় অনন্তকোটি দন্ডবত প্রণাম।
ইতি আপনার দাসানুদাস
অজয় রুদ্র
অদ্বৈত ভয়েস