হে পতিত পাবন গুরু মহারাজ আমি বোলপুরে নিবাসী আপনার দীক্ষিত ভক্ত মঙ্গলা মধুসূদনী দেবী দাসী। গুরু মহারাজ আপনি বড় দয়ালু। মহামারীর প্রকোপ চলাকালীন আমি মনে মনে প্রার্থনা করি আমাদের গৃহে আপনার আগমন গুরু মহারাজ তখন আমি আপনার আশ্রিত ভক্ত ছিলাম।তারপর গত ব্যাসপূজা আপনি বললেন যে আমি সব সময় আপনাদের ঘরে আছি। পতিত পাবন গুরু মহারাজ আপনার আগমন আমাদের গৃহে স্বপ্নের মত। আপনার সঙ্গে সাক্ষাতের আনন্দাশ্রু আমার নয়নে বিরাজমান। সেই অভিজ্ঞতার কথা ব্যক্ত করা যায় না ।
হে পতিত পাবন গুরু মহারাজ আপনি আমাদের বাড়িতে আগমন করে আমাদের জীবন পূর্ণ করেছেন।
আপনার আগমনের মাসাধিকে এর মধ্যেই আপনার কাছ থেকে দীক্ষা লাভ করার সৌভাগ্য অর্জন করে গুরু মহারাজ। আমার জীবনে এই সৌভাগ্য টা অনেকটা স্বপ্নের মত। আমি অধম গুরু মহারাজ। আমি কম্পিত হস্তে আপনার চরণে পুষ্প নিবেদন করছি। আমার অভিলাষ কবে আপনার দর্শন পাবো গুরু মহারাজ?
গুরুদেব আপনি আমার অভিলাষ পূর্ণ করে আমার জীবন ধন্য করেছেন এবং সুভাষপল্লী শান্তিনিকেতন ভক্তিবৃক্ষ ভক্তের আশির্বাদ প্রদান করেছেন। সুভাষপল্লী ভক্তি বৃক্ষের সমস্ত ভক্তরা আপনার চরণে প্রণতি নিবেদন করেছেন। আপনার কৃপা দৃষ্টি সদাসর্বদা সেরকমই আমাদের ওপর বর্ষিত হোক।
ইতি আপনার সেবিকা।
মঙ্গলা মধুসূদনী দেবী দাসী।