Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Viśvarūpa Rāya (Sylhet - Bangladesh)

শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের চরণকমলে আমার শতকোটি দন্ডবৎ প্রণাম। আপনার ৭২ তম শুভ আর্বিভাব তিথি ব্যাসপূজা মহোৎসবে বাংলাদেশ থেকে আপনার একজন পতিত সন্তান আপনারপ্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু লেখার চেষ্টা করছে। গুরুমহারাজ ২০১৫ সালে বাংলাদেশের পুন্ডরীক ধামে আপনার শ্রীচরণে আশ্রিত হয়েছিলাম,এখন ২০২১ চলছে। কিন্তু আমি আপনার মতো একজন কৃষ্ণতত্ত¡বেত্তা গুরুদেব পাওয়ার পরও আমি নিজেকে আপনার করুনাবারিতে নিমগ্ন করতে পারি নাই। বিষয়ী চিন্তায় সব সময় মগ্ন থাকার কারণে আপনাকে আমি সবসময় স্মরণ করতে পারি না। ২০১৫ সালে আমি যখন আপনার চরণে আমার অপবিত্র হাত স্পর্শ করেছিলাম,তখন আমার হৃদয়ে যে কি তান্ডব শুরু হয়েছিলো তা বলে শেষ করা যাবে না। তখন থেকেই মনকে দৃঢ় করে বলেছিলাম হে কৃষ্ণ,আপনি কৃপা করুন আমি যেন জয়পতাকা স্বামী গুরুমহারাজের চরণকমলে নিজেকে উৎসর্গ করতে পারি।
হে গুরুমহারাজ,এই ঘোর কলিযুগে ইসকন ব্যতীত কোন কিছুই আমাদেরকে সঠিক আর্দশের পথে নিযে যেতে পারবে না। ইসকন ভূবনে আসার পরে আমি বুঝতে পেরেছিলাম সনাতন র্শন,কিন্তু কৃষ্ণ যে এতো কৃপাময় তা বুঝতে সক্ষম হয়েছিলাম আপনাকে দর্শন করার পরে। জানি না কেন ঐ দিন আপনাকে দর্শন করার পরে আমি অজোর ধারায় কান্না করেছিলাম। বিশ^াস করুন আমি আমার হৃদয়ে দিব্য আন› অনুভব করেছিলাম। ঐ দর্শনের পর থেকে আপনাকে অনুসরন করে এখনও কৃষ্ণভাবনায় যুক্ত আছি ।
হে গুরুমহারাজ,আপনার এই ভক্তের প্রতি আরেকটু কৃপা বর্ষণ করুন আমি যেন আপনার দেওয়া নিয়মগুলো যথাযথভাবে পালন করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমি যেন আপনার মাধ্যমে হরিনাম দীক্ষা গ্রহণ করতে পারি। গুরুমহারাজ খুব বেশী ভালোবাসি আপনাকে। আগে মনে করতাম এইগুলা হয়তো মনের আবেগ কিন্তু এখন বুঝতে পারি আপনার প্রতি আমার এই ভালোবাসা পূর্ণরূপে স্থাপিত হয়েছে। হে নিতাইকৃপা প্রদায়িনি,আমাকে আপনার একজন সন্তান হিসেবে আপনার চরণে ঠাই দিন।
হে পতিতপাবন,আমি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করছি,আপনে আমার জন্য আর্শীবাদ করবেন আমি যেখানেই থাকি না কেন আমার সেবা থেকে যাতে বঞ্চিত না হই। আসলে আমার কোনোকিছু লেখার এই যোগ্যতা নেই যাতে আমি আপনার ব্যাপারে কিছু লিখতে পারি। হে য়ার সাগর,পরিশেষে আপনার কাছে এই প্রার্থনা যে আমি যেন আপনার কৃপা থেকে বঞ্চিত না হই। আপনার একজন কুলাঙ্গার সন্তান হিসেবে আমাকে আপনার চরণে জন্ম-জন্মান্তরে রাখবেন। আমি যেন সারাজীবন আপনার কৃপায় শ্রীল প্রভুপা এবং রাধামাধবের সেবায় যুক্ত থাকতে পারি।
বিশবরুপ রায় (আশ্রিত)
সিলেট,বাংলাদেশ।