শ্রী শ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়তঃ
নম ঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি
নামিনে\
নমোঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায়
নগরগ্রাম তারিণে \
হে পরমারাধ্য গুরুমহারাজ,
আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আপনার সুকোমল পাদপদ্মে আমার মতো
হীন পতিত জীবের কৃপাপূর্বক শতকোটি প্রণাম গ্রহণ করুন। আজকের এই
পবিত্র কামদা একাদশী তিথিতে আপনার আবির্ভাব আমার মতো বদ্ধজীবাত্মাদের
মধ্যে কেবল নিতাই গৌরাঙ্গের করুনা বিতরণের মাধ্যমে ভূ-ভার লাগবের নিমিত্তে।
এই পরম পবিত্র দিনে আমি আকুলভাবে স্মরণ করছি সেই দিনটির কথা ১৯৯৭ সালের
যথাসম্ভব ২৭ মার্চ - যেদিন আমার মতো বদ্ধ জীবকে অহৈতুকী কৃপা পরবশ
হয়ে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় প্রদান করেছিলেন। আপনার সুশীতল চরণে
আশ্রয় এর মাধ্যমে আমার হৃদয়ে যে ভক্তিলতার বীজ বপন করেছিলেন অসীম কামনা
বাসনার আশ্রয়¯’ল ইস্পাত সদৃশ এই হৃদয়ে আজও ভক্তিলতার সেই বীজটির
অঙ্কুরোগম হতে পারেনি।
হে পরম দয়াল গুরুদেব,
আপনি এই পতিত জীবাত্মাকে অহৈতুকী কৃপাপূর্বক আপনার শীতল
চরণে আশ্রয় প্রদান করে আমার কলুষিত হৃদয়ে যে দিব্যজ্ঞানের শিখা প্রজ্জ্বলিত
করেছিলেন সেই শিখাটি আজও মিট মিট করে জ¦লছে। কৃষ্ণভাবনার এই পরম
মঙ্গলময় পথটি অনুসরণ করতে আমার সামর্থ্যের অভাবের কারণে আজ আমি খুবই
ব্যাকুলভাবে আপনার সহযোগিতা প্রার্থনা করছি। আপনার কৃপাসমুদ্রের এক
বিন্দু কৃপাই পারমার্থিক অগ্রগতির পথে সকল বাধাবিপত্তি অতিক্রমের জন্য
যথেষ্ঠ।
যস্য প্রসাদাদ ভগবৎপ্রসাদ যস্য প্রসাদান্ন গতিকুতোহপি।
ধ্যয়ং স্তবং স্তস্য যশোস্ত্রি সন্ধ্যং বন্দে গুরো শ্রীচরণারবিন্দম্ধসঢ়; \
হে করুণার সিন্ধু,
আমি প্রায়শই দীক্ষাকালে আপনার নির্দেশ-শ্রীল প্রভুপাদের মনোহভীষ্ট
পূরণে আপনাকে সহাযোগিতা করা পালনের জন্য সচেষ্ট হই। কিš‘ আমি জানিনা
কিজন্য কলির দুর্বার আক্রমণ সেই প্রচেষ্টা বিভিন্নভাবে বাধাগ্র¯’ করে।
এমতাব¯’ায় আপনার অহৈতুকী কৃপাসমুদ্রের একবিন্দু কৃপাবারি আমার
জীবনে পারমার্থিক প্রগতির জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। আমি চাই
শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে নিজেকে সদা সর্বদা নিয়োজিত রাখতে।
এক্ষেত্রে আমাদের ইসকন পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা এবং
সহযোগিতামূলক মনোভাব থাকা অত্যন্ত জরুরী। গুরুমহারাজ আপনি সিলেটের
ভক্তদের অব¯’া নিশ্চয়ই অবগত আছেন। আপনি স্বয়ং সিলেটে আপনার সর্বশেষ ২০১৮
সালে আগমন কালে ভক্তদের মধ্যে বিভিন্ন সমস্যার শাšি‘পূর্ণ সমাধান করেছিলেন
তথাপি আজ পর্যন্ত ভক্তদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটেনি । আমি
বুঝতে পারছিনা কিজন্য নেতৃ¯’ানীয় আঞ্চলিক ভক্তগণ এ ব্যাপারে কোন দায়িত্বশীল
ভূমিকা পালন করছেন না? কিš‘ গুরুমহারাজ বাস্তবিক এর দ্বারা আমাদের ভক্তসমাজের
পারমার্থিক প্রগতি বাধাগ্র¯’ হ”েছ এবং একই সাথে আমাদের ভক্তসংঘের সুনাম
বিনষ্ট হ”েছ।
এমতাব¯’ায় গুরুমহারাজ, এই পবিত্র দিনে আপনার শ্রীপাদপদ্মে এই
পতিত জীবের বিনীত প্রার্থনা আপনার আশীর্বাদে সকল গুরুভ্রাতাদের মধ্যে
যাতে বিদ্ধেষ ও বিভেদমূলক মনোভাব দূরীভুত হয় এবং পারস্পরিক ভালোবাসা ও
সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমে গুরু-কৃষ্ণের সেবায় সদা সর্বদা
নিয়োজিত থাকতে পারি।
নিবেদক
আপনার অধম সন্তান
পরমেশ^র কৃষ্ণ দাস,
সাধারণ সম্পাদক, শ্রী শ্রী জগন্নাথ মন্দির , দলদলী চা বাগান,
সিলেট, বাংলাদেশ।