Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Devapati Mukunda dāsa (Durgapur - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভুতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে ।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভুতলে।

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।

নমস্তে সারস্বতেদেবে গৌরবাণী প্রচারিণে।

নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে ।।

 

মদীয় পরম পূজনীয় গুরুমহারাজ ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের প্রতি ব্যাসপূজায় নিবেদিত শ্রদ্ধার্ঘ্য ।

                       গুরুবন্দনা 

মুকুন্দের করুণাবশে       লভেছি মানবদেহ

সীমাহীন ভাগ্য যে মোর।

তবু না জপিগো তাঁরে     হৃদয়ে মায়ার ভারে

বদ্ধ করে রাখি মনডোর।।

কুকর্ম বিকর্মে সদা        মজেছিল মোর মন

চক্ষুদুটি ছিল অন্ধ হয়ে।

গরবের অন্ধকারে           বিষয় কামনা ভারে

দেহমন ছিল মগ্ন হয়ে।।

হেনকালে পড়ি ফাঁদে     নির্বিশেষ মায়াবাদে

 সদা যাহা কৃষ্ণভক্তি হরে।

পলকে সকলই যায়          মনে অশান্তি ধায়  

ঘুরি-ফিরি শান্তির তরে ।।

কেমনে না জানি আমি      গুরু মোর অন্তর্যামী

বুঝিলেন বেদনা আমার ।

পাঠালেন নিজ-জন  শোধন করিতে মন

করিলেন মোরে উদ্ধার ।।

কর্ণে মহামন্ত্র দিয়া     পাতকেরে উদ্ধারিয়া

করিলেন করুণা অসীম।

তবু মজে রই পাপে     সদা পুড়ি মনোতাপে   

হয়ে রই সদা ভক্তিহীন ।। 

কোন ভাগ্যে পাপী আমি   পেলেম জয়পতাকা স্বামী

পতিতপাবন মহারাজ ।

সদা ক্ষমাশীল তিনি       ক্ষমা করে দেন তিনি

যত আমি করি পাপকাজ।।

গুরুবাক্য শিরে ধরি   যেন পথ চলিতে পারি

এই কৃপা সদা ভিক্ষা করি ।

গুরুকৃপা, গুরুমন্ত্র    হউক মোর হৃদযন্ত্র

গুরুপাদপদ্ম হউক তরী।

ক্ষুদ্র মোর বিদ্যাশক্তি   ক্ষুদ্র মোর গুরুভক্তি

কেমনে বর্ণি গুণ তাঁর ।

দেবপতি মুকুন্দ দাস    প্রতিক্ষণে করে আশ

সদা পদরেণু যে তাঁহার ।।

  

  - দেবাশিস নন্দী ( দীক্ষা নাম- দেবপতি মুকুন্দ দাস )