হরে কৃষ্ণ"
পরম পূজনীয় পরমারাধ্য গুরু মহারাজ আপনার শ্রীপাদপদ্মে আমি আমার বিনম্র দণ্ডবৎ প্রনতি জ্ঞাপন করছি। গুরুমহারাজ আজকের এই ব্যাসপূজা মহোৎসবে আমি আপনার চরণে আকুলভাবে প্রার্থনা জ্ঞাপন করছি। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি পূর্ণরূপে আপনার প্রদত্ত আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। গুরু মহারাজ আপনি অভিপ্রায় প্রকাশ করেছেন যে আপনাকে যদি সাহায্য করতে হয় তাহলে শ্রীল প্রভুপাদের আপনাকে দেওয়া যেকোনো একটি সেবা আপনার শিষ্যরা যেন বেছে নেয় । শ্রীল প্রভুপাদের প্রদত্ত সেবা সম্পাদন করলেই আপনার সেবা করা হবে। তাই বর্তমানে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রদত্ত সেবা সুন্দরভাবে সম্পাদন করে সর্বদা যেন কৃষ্ণভাবনাময় থেকে এই পৃথিবীতে যতদিন আমার দেহে প্রাণ রয়েছে সেই সময় পর্যন্ত ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকতে পারি এই প্রার্থনা আপনার চরণে। গুরুমহারাজ আপনাকে দেওয়া শ্রীল প্রভুপাদের একটি নির্দেশ,
# চিন্তা করো বৃহৎ এই নির্দেশটি আমার হৃদয়ে প্রায় সময় দাগ কেটে থাকে। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আপনার বৃহৎ চিন্তায় আমি যেন আপনার দাসানুদাস হয়ে সর্বদা সেবা সম্পাদনা করে যেতে পারি। এই প্রার্থনা আপনার চরণে ।
হরেকৃষ্ণ
দণ্ডবৎ প্রণাম গুরুমহারাজ
আপনার শ্রীপাদপদ্মে
আপনার অদম সন্তান
গোপবন্ধু দাস