"শুভ ব্যাসপূজা মহোৎসব ২০২১"
শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ
নমঃ ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভুতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনী
নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনী
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনী।।
হরে কৃষ্ণ গুরুমহারাজ
আপনার শ্রী পাদপদ্মে আমি আমার দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন।
সকল প্রশংসা শ্রীল প্রভুপাদের
সকল প্রশংসা গুরু এবং গৌরাঙ্গের
"জীবের নিস্তার লাগি নন্দ সূতহরি
ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি"
হে পতিত পাবন পরমারাধ্য গুরুদেব আপনার ৭২ তম শুভ ব্যাসপূজা জয় যুক্ত হোক। আপনি শ্রীল প্রভুপাদ ও নিত্যানন্দ প্রভুর খুব প্রিয়জন। আপনি জীবকে নিস্তর করার জন্য এই ধরাধামে অবর্তীণ হয়েছেন। হে গুরুদেব আমি কখন ও ভাবতে পারি নাই যে, আমি ভগবৎ সেবায় যুক্ত হব।
" ব্রহ্মান্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তি লতা বীজ"
হে গুরুদেব সৌভাগ্যক্রমে আপনার সেই কৃপাবারি লাভ করতে পরেছি। আপনি আমাকে ভগবৎ সেবায় নিযুক্ত করেছেন। না হলে মায়ার সমুদ্রে নিমোজ্জিত হতাম।
কিন্তু আমি আপনার কাছে এত অকৃতজ্ঞ যে আমার অযোগ্যতা সত্ত্বেও এই পতিত আত্মাকে উদ্ধার করার জন্য আপনার শারিরীক অক্ষমতাকে উপেক্ষা করেছেন।হে গুরুদেব মায়ার প্রলোভনের কারণে আমি আমার স্বীয় অস্থিত্ব সম্বন্ধে ভুলে থাকি।
হে পতিতপাবন গুরুদেব এই ৭২ তম শুভ ব্যাস পূজায় আপনার শ্রী পাদপদ্মে আমার এই প্রার্থনা যে আমার সকল অপরাধ আপনি ক্ষমা করুন, এই অধমকে আপনার শ্রী পাদপদ্মের সেবায় নিয়োজিত করুন, যাতে আমি জীবনের যে কোন পরিস্থিতিতে কৃষ্ণভাবনায় থাকতে পারি এবং আপনার শুদ্ধ ভক্তের সঙ্ঘ লাভ করতে পারি।
আপনার বিনীত সেবক
অনাদী গৌরেশ্বর দাস
শ্রী শ্রী রাধাদামোদর মন্দির, কক্সবাজার, বাংলাদেশ।