Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Susmoy Das ( - Bangladesh)

            "শুভ ব্যাসপূজা মহোৎসব ২০২১"

       শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ

       

হরে কৃষ্ণ গুরুমহারাজ

আপনার শ্রী পাদপদ্মে আমি আমার দন্ডবৎ প্রণতি জ্ঞাপন করছি।

সকল প্রশংসা শ্রীল প্রভুপাদের

সকল প্রশংসা গুরু এবং গৌরাঙ্গের

 

হে মহান আচার্যদেব এই বিশেষ দিনে আপনি ধরাধামে অবর্তীণ হয়েছেন,কলি হত জীবদের উদ্ধারের জন্য এবং শ্রীল প্রভুপাদের কামনাকে পূর্ণতায় রূপ দেওয়ার জন্য। আমি ও সে কলিহত জীবদের এক,  যে আপনার করুণার এক পার্থী।

আপনি শ্রীল প্রভুপাদের এক বিশেষ যোদ্ধা,যা আপনার জীবনীর মাধ্যমে সহজে বোঝা যায়। আপনার মায়ার বিরুদ্ধে যুদ্ধ আর একটি প্রমাণ, যা আমাদের শিক্ষা দেয় কিভাবে মায়ার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হয় এবং তাকে অতিক্রম করতে হয়।বিশেষত আপনার উক্তি গুলো আমার হৃদয়কে বিশেষ ভাবে প্রভাবিত করে।

"কখনো উত্তেজিত নও তুমি, নিবিষ্ট থাকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায়। ছুটো  না কখনো সম্মানের মোহে, লক্ষ্যে নিষ্ঠ থেকো সর্বদা। নষ্ট করো না সময়, ব্যস্ত থেকো শ্রীল প্রভুপাদের সেবায়। কখনো দোষ ধরোনা কারো, সর্বদা ব্যস্ত থেকো, ভগবানের গুনকীর্তনে। দয়া করে.....আমাদের ছেড়ে যেওনা তুমিই একমাত্র আশা।"

আপনার এই এক বিশেষ উক্তি যা আমাকে সর্বদা নির্দেশ দেয় আমার কি করণীয় এবং এর মাধ্যমে আমি আমার মন নিয়ন্ত্রণের সূত্র খুঁজে পায়। আপনার নৃত্য, কীর্তন আর ঝম্পের সুরের ভিড়িওচিত্র গুলো আমকে বিমোহিত করে।আপনি গৌরের একান্ত জন যা আপনার ভাব এবং কাজে প্রকাশ পায়, তাইতো প্রভুপাদ আপনার নাম দিয়েছে "গৌর ধন জন"।

 হে পতিতপাবন গুরুদেব এই ৭২ তম শুভ ব্যাস পূজা মহোৎসবে আপনার শ্রী পাদপদ্মে আমার এই প্রার্থনা যে আমি যাতে মায়ার সকল ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হই এবং আপনার ও শ্রীল প্রভুপাদের সেবায় নিজেকে সদা সর্বদা নিযুক্ত রাখতে পারি।

আপনার অনুগত সেবক

সুষ্ময় দাশ

শ্রী শ্রী রাধাদামোদর মন্দির, কক্সবাজার, বাংলাদেশ।