ওহে পরম আরাধ্য, পতিত পাবন, পরম দয়াল শ্রীল গুরুমহারাজ আপনার ৭২তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব উপলক্ষে আপনার রাতুল চরণ কমলে শত কোটি প্রণাম নিবেদন করি। আমার মত পতিত এর পক্ষে আপনার গুণমহিমা বলার কোনো শক্তি নেই। আপনি পতিত জীবদের উদ্ধারের জন্য ও গুরুবাক্য পালনের জন্য সদা তৎপর।
২০২০ সালের মার্চ মাস থেকে কোভিড-১৯ এর প্রভাব যখন সারাবিশ্বে প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল তখন পুরো বিশ্বকে আধ্যাত্মিকভাবে শক্তি প্রদান ও শান্তিদানের জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জুম এর মাধ্যমে সকলের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের ক্লাস প্রদান, পুরো বিশ্বে প্রসাদ বিতরণ, শুকনো খাবার বিতরণ, নগদ অর্থ প্রদান যেগুলো পুরো বিশ্বকে আধ্যাত্মিকভাবে শান্তি ও মনোবল বাড়িয়েছিল ও কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ববাসীকে অনেক সাহস জুগিয়েছে। এগুলোর মধ্যে বিশেষ করে ভক্তগণের বিভিন্ন সেমিনার প্রদান, ভার্চুয়ালি প্রতি গৃহে গমন, প্রসাদ ও মাল্য গ্রহণ, ভক্তদের উদ্দেশ্যে কৃপাশীর্বাদস্বরূপ "কৃষ্ণে মতি রস্তু" যা ভক্তদের উল্লাসিত করে। গুরুমহারাজ, আপনি যখন কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন তখনও আপনার প্রচার মনোভাব, গুরুদেবের প্রতি দৃঢ় নিষ্ঠা থেমে থাকে নি। তখনও প্রতিদিন সকাল সন্ধ্যা ক্লাস, পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরণের মিটিং থেমে থাকে নি। আপনাকে দেখে মনেই হত না যে আপনি কোভিড-১৯ এ আক্রান্ত।
গুরুমহারাজ আমি আপনার এত পতিত শিষ্যা যে, আমি অনেক ভক্তগণের সঙ্গে থাকি; কিন্তু, গুরুমহারাজ ভক্তদেরকে যথাযথ সম্মান ও আন্তরিককভাবে ভালবাসতে পারি না। মনটা খুবই চঞ্চল ও ভক্তগণের ভুলত্রূটি ও দোষ দর্শনে ব্যস্ত থাকে। প্রচার করার সুযোগ থাকা সত্ত্বেও মন প্রচার করতে চায় না। গুরুমহারাজ আমি যেন সবসময় গুরুকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতে পারি-------এই আশীর্বাদ ভিক্ষা করছি।
ওহে গুরুদেব! তব শ্রীচরণ,
সেবি যেন আমি জনম জনম,
এই আশীর্বাদ যা'চি অভাজন
তব পদে স্থান চায়।।
বিনীত,
আপনার অযোগ্য সন্তান,
চম্পকলতা কেশবী দেবী দাসী
সিলেট, বাংলাদেশ।