Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Shreyata Bhattacharjee (Kolkata - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামীনিতি নামিনে ।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিনে ।।

হরে কৃষ্ণ মহারাজ,
সশ্রদ্ধ প্রণতি আপনার চরণকমলে।
যদিও আমার কোনও যোগ্যতা নেই আপনার গুনমহিমা বর্ণনা করার, তবঙ আমি কিছু বলতে চাই।
২০১৮ সালে আমি যখন কৃষ্ণ ভক্তিতে আসি, তখন আমি কিছু না জেনেই আপনাকে গুরু বলে সম্বোধন করতাম, কিন্তু আমার কোনো ধারণা ছিলনা গুরু শিষ্য সম্পর্কে।  আমি যখন ১৬ মালা জপ শুরু করি, তখন গুরু গ্রহণের সমন্ধে অবগত হই। তারপর, একদিন স্বপ্নে আমি আপনার দর্শন পাই এবং আপনি আমায় আশীর্বাদ করে বলেন "কৃষ্ণে মতিরস্তু"। এই স্বপ্নভঙ্গ হলে আমি দীর্ঘক্ষণ ক্রন্দন করি এবং অনুভব করি আপনি আমায় আশীর্বাদ দিচ্ছেন, তবু আমি আপনাকে গুরু বলে গ্রহণ করছিনা। এরপরে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা জন্মায়।  অশেষ বাধা বিপত্তি সত্ত্বেও শ্রীল প্রভুপাদের প্রতি আপনার গভীর আনুগত্য ,ভক্তদের প্রতি ভালবাসা, উদ্যম,বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং আপনার প্রবচন আমাকে অনেক অনুপ্রেরণা জোগায়।

সুতরাং আমি এই জীবন আপনায় সেবা করে স্বার্থক করতে চাই, কৃপাপূর্বক আপনার আধ্যাত্মিক কন্যারূপে আমায় গ্রহণ করুন।

আপনার চরণাকাঙ্খী,
শ্রেয়তা