হরে কৃষ্ণ মহারাজ, অশেষ প্রণতি আপনার শ্রীচরণে।
আপনার অনন্ত মহিমা শ্রবণ করে আপনার দর্শন যখন প্রথম পাই, মনে হয়েছিল যেন শ্রী গৌর হরির দিব্য পার্ষদ আসছেন এই জগতবাসীর উদ্ধার কার্যে। ২০১৯ কলকাতা রথ যাত্রায় আপনার দুর্মূল্য সঙ্গ লাভের সৌভাগ্য হয়েছিল এই অধমের। প্রশ্নোত্তর পর্বে আপনার উত্তর তথা উৎসাহ এই অধমকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। সম্প্রতি ফেসবুকে আপনার এক লীলায় আপনি বলেছিলেন, কিভাবে আপনার রাত্রে নিদ্রাভঙ্গ হয় এই ভেবে যে শ্রীল প্রভুপাদ এর আদেশ আপনি কিভাবে সঠিক উপায়ে পালন করবেন। শতাধিক শারীরিক বাধবিপত্তি আপনায় কোনোভবেই বিচলিত করেনি, বরং আপনার প্রতিজ্ঞা দৃঢ়তর হয়েছে। এইরূপ সমর্পণ আমার মত বহু ভক্তকে শিক্ষাদান করে যে আমাদের জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বাধাবিপত্তি কোনোভাবেই যেন আমাদের ভক্তিতে প্রভাব না ফেলে , এবং শ্রীল প্রভুপাদ এর আন্দোলনে আমরাও যেন সামান্যতম অনুদান করে নিজেদের জন্ম সার্থক করি।
আপনার আবির্ভাব তিথিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ এর নিকট আপনার সুস্থতা কামনা করি এবং আমরা সকলে যেন আপনার প্রচারকার্যে আপনায় সাহায্য করার যোগ্যতা অর্জন করি।
কৃপা ভিক্ষুক,
তমোঘ্ন